ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরে বিদ্যুত বিভাগের পাঁচ জনকে পাকড়াও

প্রকাশিত: ১০:১১, ৯ মে ২০১৯

 যশোরে বিদ্যুত বিভাগের পাঁচ জনকে পাকড়াও

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে টাকা নিয়ে বিদ্যুত সংযোগ না দেয়ায় পিডিবির তিন ইঞ্জিনিয়ার ও একজন লাইনম্যানকে আটক করে রাখে স্থানীয় লোকজন। এ সময় পিডিবির একজন গাড়িচালক কৌশলে পালিয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের কারবালা মসজিদের পশ্চিমপাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা পাকড়াও করে ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার সোহেল রানা, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, লাইনম্যান জালাল ফকির ও গাড়িচালক জিয়াউর রহমানকে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরের পরে রাস্তার বিদ্যুতের মেইন লাইনের সমস্যার কারণে এলাকার অনেক বাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমার তৃতীয়তলা বাড়ি এবং একটি দোকানে মোট তিনটি লাইন। সেই লাইনে বিদ্যুত সংযোগ দিতে লাইনম্যান জালাল ফকিরকে ২৫শ’ টাকা দেই। কিন্তু টাকা নিয়ে লাইন না দিয়ে তালবাহানা করতে থাকে আরও টাকার জন্য। এভাবে ২০-২২ জনের কাছ থেকে ৫শ’ থেকে ১ হাজার করে টাকা নিয়েছে। পরে স্থানীয়রা সংঘবদ্ধভাবে চাপ দিলে তারা লাইন দিতে বাধ্য হয়। তবে যারা টাকা দিতে পারেনি তাদের এখনও সংযোগ দেয়া হয়নি। সেই কারণে লোকজন তাদের ঘণ্টা দেড়েক আটক করে রাখে। এলাকার বাসিন্দা জুয়েল, খোকন, তরিকুল ইসলাম, রোকন ব্যাপারীসহ কয়েকজন বলেন, আমরা সকলে টাকা দিয়েছি। আমাদের কাছ থেকে প্রায় ২৫-৩০ হাজার টাকা নিয়েছে জালাল ফকির। তবুও আমাদের বাসাবাড়িতে বিদ্যুত লাইন দেওয়া হয়নি। সেকারণে তাদের আটকে রাখি। জানতে চাইলে লাইনম্যান জালাল ফকির বলেন, আমি লোকজনের কাছ থেকে ৩৫ হাজার টাকা নিইনি। নজরুল ইসলামের কাছ থেকে ২৫শ’ টাকা নিয়েছি। লাইন দিলে কেউ খুশি হয়ে দুইশ/৫শ টাকা দেয়- এটা তো কাজ করেই নিই। সব মিলিয়ে ৪ থেকে ৫ হাজার টাকা হবে।
×