ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হালদার দূষণরোধে সেপটিক ট্যাঙ্ক অপসারণের নির্দেশ

প্রকাশিত: ১০:১০, ৯ মে ২০১৯

 হালদার দূষণরোধে সেপটিক ট্যাঙ্ক অপসারণের  নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৮ মে ॥ দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় চলিত প্রজনন মৌসুমে জাতীয় মা মাছগুলো নির্বিঘ্নে আসা যাওয়ার সুবিধার্থে পানি দূষণরোধে হাটহাজারী উপজেলা প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে। হালদা নদী সংযুক্ত বিভিন্ন খাল ও ছড়াগুলোতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা সব শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে এ শৌচাগারের সেফটিক ট্যাঙ্ক হতে প্রতিনিয়ত মানববিষ্টা হালদায় পড়ে রীতিমতো পানি দূষণ হতে চলেছে। যার কারণে রুই, মৃগেল ও কার্পাস জাতীয় মা মাছ প্রজননের জন্য উপযোগী পরিবেশ পাচ্ছেনা বলে আশঙ্কা করছেন উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদফতর। ইতোমধ্যে, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হালদায় পানি দূষণরোধে পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ শৌচাগার অপসারণ করা হয়েছে। স্থানীয় অদুদীয়া মাদ্রাসার শৌচাগারগুলো ভাঙ্গার পাশাপাশি স্বাস্থ্যসম্মত ফের নির্মাণ করে দেয়া হচ্ছে। এদিকে, হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডের রঙ্গিপাড়ায় দেড় ফুট চওড়া করে বানানো ড্রেনে সরাসরি দশটি শৌচাগারের সেপটিক ট্যাঙ্কের লাইন দেয়া হয়েছে। মানব বর্জ্যগুলো ড্রেন দিয়ে সোজা মরা ছড়া ও খাল হয়ে হালদায় গিয়ে পড়ছে। এগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, দুটো রিং বসিয়ে পাইপ দিয়ে লাইন সরাসরি ড্রেনের সঙ্গে বা মরা ছড়া ও খালের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
×