ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরচারি বিশ্বকাপ

রিকার্ভে সানা-রুবেল প্রি-কোয়ার্টারে উন্নীত

প্রকাশিত: ১০:০৬, ৯ মে ২০১৯

 রিকার্ভে সানা-রুবেল প্রি-কোয়ার্টারে উন্নীত

স্পোর্টস রিপোর্টার ॥ চীনের সাংহাইতে চলছে ‘আরচারি ওয়ার্ল্ডকাপ : স্টেজ-২’ এর খেলা। বুধবার দ্বিতীয়দিনে রিকার্ভ পুরুষ এককে প্রি-কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছেন বাংলাদেশের দুই তীরন্দাজ রুমান সানা এবং হাকিম আহমেদ রুবেল। এলিমিনেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ এককে রুবেল ১/৪৮ খেলায় নিউজিল্যান্ডের ম্যাথিসন ফিনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ১/২৪ খেলায় উন্নীত হন। এরপর দিনি জাপানের ওহি কাজুকিকে একই ব্যবধানে হারিয়ে ১/১৬ খেলায় উন্নীত হন। ১/১৬ খেলায় রুবেল দক্ষিণ কোরিয়ার লি সিনজিয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া রুমান সানা ১/৪৮ খেলায় চীনের দিং ইলিয়াংকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ১/২৪ খেলায় উন্নীত হন। এরপর তিনি নেদারল্যান্ডসের উইজলার স্টিভকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ১/১৬ খেলায় উন্নীত হন। সেখানে তিনি লড়বেন নেদারল্যান্ডসের ভ্যান ডেন বার্গ জেফের বিরুদ্ধে। বাংলাদেশের ইমদাদুল হক মিলন ১/৪৮ খেলায় গ্রেট ব্রিটেনের হিউস্টন প্যাট্রিকের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান। অপর বাংলাদেশী তামিমুল ইসলাম ১/৪৮ খেলায় ফিনল্যান্ডের টেকোনিয়েমি এ্যান্টির কাছে ৭-৩ সেট পয়েন্টে হেরে যান। রিকার্ভ মহিলা এককে ১/৪৮ খেলায় বাংলাদেশের বিউটি রায় ইরানের ঘাসেমি পারমিদাকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে ১/২৪ খেলায় উন্নীত হলেও তিনি ১/২৪ খেলায় জাপানের হায়াকাওয়া রেনর কাছে ৭-৩ সেট পয়েন্টে হেরে যান। রিকার্ভ পুরুষ দলগতভাবে ১/১২ খেলায় বাংলাদেশ (হাকিম আহমেদ রুবেল, রুমান সানা ও তামিমুল ইসলাম) ৫-৪ সেট পয়েন্টে বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। সেখানে তারা নেদারল্যান্ডসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। রিকার্ভ মিশ্র দলগতভাবে বাংলাদেশ ১/১৬ খেলায় অস্ট্রেলিয়াকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টারে উন্নীত হয়। সেখানে তারা চাইনিজ তাইপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
×