ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝাই রিচার্ডসনের বিশ্বকাপ শেষ

প্রকাশিত: ১০:০৫, ৯ মে ২০১৯

 ঝাই রিচার্ডসনের বিশ্বকাপ শেষ

স্পোর্টস রিপোর্টার ॥ কাঁধের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন পেসার ঝাই রিচার্ডসন। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, রিচার্ডসন বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন পেসার কেন রিচার্ডসন। ‘আসলে এটা মেনে নেয়া কঠিন। কারণ বিশ্বকাপ তো আর প্রতিদিন আসে না। প্রতিদিন বিশ্বকাপে খেলার সুযোগও পাওয়া যায় না। তারপরও আমি কঠিন সত্যটি বলতে যাচ্ছি। আমি ভেবেছিলাম যে হয়তো বিশ্বকাপের আগে সেরে উঠতে পারব। সেটার জন্য দৃঢ় প্রতিজ্ঞও ছিলাম। সম্ভাব্য সবকিছু চালিয়ে গিয়েছি। প্রতিদিন জিমে গিয়েছি। দৌড়েছি। ফিজিও’র কাছে গিয়েছে। চিকিৎসা নিয়েছি। পুরো প্রক্রিয়ায় আমি আশাবাদী ছিলাম। কিন্তু হয়নি। আর কাঁধের ইনজুরি ভিন্ন। এটা ভিন্নভাবে আচরণ করতে পারে। আমি চালিয়ে যেতে পারতাম। কিন্তু দলকে আমি আমার সেরাটা দিতে পারতাম না হয়তো। সে কারণেই সরে যাওয়া।’ বলেন ঝাই রিচার্ডসন। আমিরাতে পাকিস্তানের বিপক্ষের সিরিজে ফিল্ডিংয়ের সময় একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন ঝাই রিচার্ডসন। আশা করা হচ্ছিল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগেই তিনি পুরোপুরি সেরে উঠবেন। সেরে উঠলেও তিনি বিশ্বকাপে দলকে শতভাগ দিতে পারবেন না মনে করে নিজেকে সরিয়ে নিয়েছেন। ২২ বছর বয়সী পেসারের ওয়ানডে অভিষেক ২০১৮ সালের জানুয়ারিতে। একই বছর টেস্টেও অভিষেক। বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিলেও অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে তিনি ইংল্যান্ড সফর করবেন। বিশ্বকাপের পর তিনি এ্যাশেজে খেলতে চান। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ১২টি ওয়ানডে খেলে ২৬.৩৩ গড়ে ২৪ উইকেট নিয়েছেন ঝাই রিচার্ডসন। অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে তিনি নির্ভরযোগ্য হয়ে উঠেছিলেন। তাকে না পাওয়ার মানে হচ্ছে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে তাদের অন্যতম সেরা পেসারকে ছাড়া খেলতে হবে।
×