ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অবশেষে প্রিমিয়ার লীগে স্পন্সর পেল বাফুফে

প্রকাশিত: ১০:০৪, ৯ মে ২০১৯

 অবশেষে প্রিমিয়ার লীগে স্পন্সর পেল বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ তিনদিন পিছিয়ে দেয়ার পর আজ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের একাদশ আসরের দ্বিতীয়পর্বের খেলা। ঢাকায় আজ কোন খেলা নেই। চার ভেন্যুতে চারটি খেলা। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী ও নবাগত ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরা কিংস মোকাবেলা করবে তিনবারের চ্যাম্পিয়ন ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডের। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে স্বাগতিক নোফেল স্পোর্টিং ক্লাব আতিথ্য দেবে সর্বশেষ এবং ১৭ বারের চ্যাম্পিয়ন ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত ঢাকা আবাহনী লিমিটেডকে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দু’বারের লীগ চ্যাম্পিয়ন ‘দ্য রেডস্’ খ্যাত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র মুখোমুখি হবে ‘বন্দরনগরীর দল’ এবং ‘ব্লু পাইরেটস্’ খ্যাত চট্টগ্রাম আবাহনী লিমিটেডের। সিলেটের সিলেট জেলা স্টেডিয়ামে একবারের শিরোপাধারী এবং ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল ক্রীড়া চক্র মোকাবেলা করবে ‘রাইজিং স্ট্রেন্থ’ খ্যাত আরামবাগ ক্রীড়া সংঘের। বিপিএ’র ফুটবলের প্রথম লেগ মোটামুটি ভালই জমজমাট-প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এখন পর্যন্ত শিরোপার লড়াইয়ে আছে চারটি দলÑ বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ রাসেল এবং সাইফ স্পোর্টিং। আবার রেলিগেশনের লড়াইয়ে আছে পাঁচটি দলÑ রহমতগঞ্জ এমএফএস, নোফেল, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান এবং টিম বিজেএমসি। সবমিলিয়ে লীগের পয়েন্ট টেবিলের অবস্থা বেশ রোমাঞ্চকর। লীগের দ্বিতীয়পর্বটা আরও আকর্ষণীয় হতে যাচ্ছে। সেটা নতুন টাইটেল স্পন্সর পাওয়ার জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য আশীর্বাদ হয়ে এসেছে টিভিএস অটোস। তবে এই পৃষ্ঠপোষকের সঙ্গে বাফুফের মূল চুক্তি হয়নি। হয়েছে ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্টনারের (আইএসপি) সঙ্গে। কমার্শিয়াল পার্টনার হিসেবে আইএসপি’র সঙ্গে বাফুফের চুক্তি হয়েছে আগামী ৫ বছরের জন্য। চুক্তি মোতাবেক প্রিমিয়ার লীগ, ঢাকা মহানগরী লীগ কমিটির অধীনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লীগ এবং স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপেও পৃষ্ঠপোষক হবে টিভিএস অটোস। বৃহস্পতিবার প্রিমিয়ার লীগের দ্বিতীয়পর্ব শুরুর গণমাধ্যমপর্বে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানান, ‘বাফুফের সীমাবদ্ধতা আছে। তারপরও আমরা কখনও স্পন্সর ছাড়া পেশাদার লীগ করিনি। ১১তম আসরটিই একটু ভিন্ন। কাল থেকে (আজ) শুরু হচ্ছে দ্বিতীয় লেগ। তবে দ্বিতীয়পর্বে টিভিএস অটোস হচ্ছে লীগের প্রধান পৃষ্ঠপোষক।’ সালাম আরও বলেন, ‘এবারের লীগটি অন্য কারণেও একটু ভিন্ন। ঢাকার বাইরেসহ মোট ছয় ভেন্যুতে হচ্ছে লীগ। ১৩টি দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ক্লাবগুলো উঁচু মানের বিদেশী ফুটবলার এনেছে। সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের দেশী তরুণ ফুটবলাররা নিয়মিত ভাল পারফর্ম করছে। যার ফলশ্রুতিতে বয়সভিত্তিক জাতীয় দলও ভাল করছে।’ কমার্শিয়াল পার্টনার আইএসপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দীপক সিং বলেন, ‘আমাদের সুযোগ করে দেয়ার জন্য বাফুফেকে ধন্যবাদ। ছেলেদের এবং মেয়েদের ফুটবলের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। তাদের সাফল্য কামনা করছি।’ পাঁচ বছরের জন্য বাফুফেকে কত টাকা দিচ্ছে স্পন্সর প্রতিষ্ঠানটি এ বিষয়ে জানতে চাইলেও কিছুই জানাননি সালাম মুর্শেদী। আইএসপির সঙ্গে চুক্তি হলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটোসের ম্যানেজিং ডিরেক্টর কে একরাম হোসেন। প্রিমিয়ার লীগের ম্যাচগুলো সম্প্রচারের দায়িত্ব নিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারী টিভি চ্যানেল বাংলা টিভি। কিন্তু নতুন সূচী অনুযায়ী প্রায় প্রতিদিনই তিন-চারটি করে ম্যাচ হবে ঢাকা ও ঢাকার বাইরের ভেন্যুগুলোতে। কিন্তু কোন ম্যাচগুলো তারা সম্প্রচার করবে সে বিষয়েও পরিষ্কার করে জানায়নি বাফুফে। তবে এটা জানানো হয়েছে বাংলা টিভি বেছে বেছে প্রিমিয়ার লীগের খেলা দেখাবে। বিপিএল পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট বসুন্ধরা কিংস ১২ ১১ ১ ০ ২৬/৬ ৩৪ আবাহনী ১২ ১০ ০ ২ ২৮/১২ ৩০ শেখ রাসেল ১২ ৮ ৩ ১ ১৬/৪ ২৭ সাইফ এসসি ১২ ৭ ২ ৩ ১৭/১১ ২৩ আরামবাগ ১২ ৬ ১ ৫ ১৬/১৩ ১৯ মুক্তিযোদ্ধা ১২ ৪ ৩ ৫ ১৫/১৩ ১৫ শেখ জামাল ১২ ৩ ৫ ৪ ১১/১৪ ১৪ চট্ট. আবাহনী ১২ ৩ ৫ ৪ ৮/১১ ১৪ রহমতগঞ্জ ১২ ২ ৬ ৪ ১৩/১৯ ১২ নোফেল ১২ ২ ৩ ৭ ৬/১৫ ৯ ব্রাদার্স ১২ ২ ২ ৮ ৭/২০ ৮ মোহামেডান ১২ ১ ৩ ৮ ৮/২৩ ৬ বিজেএমসি ১২ ০ ৪ ৮ ২/১২ ৪
×