ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনা অঞ্চলে ৯ পাটকলের শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০৯:৫৮, ৯ মে ২০১৯

 খুলনা অঞ্চলে ৯  পাটকলের শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বকেয়া মজুরি প্রদানসহ ৯ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের শ্রমিকেরা বুধবারও উৎপাদন বন্ধ রেখে বিকেল ৫টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেন। নগরীর নতুন রাস্তা মোড় এলাকায় এই অবরোধ কর্মসূচী পালন করা হয়। অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়কসহ সংলগ্ন রাস্তাগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বুধবার ঢাকায় শ্রমিক নেতারা বৈঠক করে আগামী ১৩ মে থেকে সারাদেশের সকল রাষ্ট্রায়ত্ত পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচী ঘোষণা করেছেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ খলিলুর রহমান জানান, বুধবার বেলা ১১টায় ঢাকায় বিজেএমসির সিবিএ কার্যালয়ে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ এবং দেশের সকল রাষ্ট্রায়ত্ত পাকটলের সিবিএ ও নন-সিবিএ নেতাদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ১৩ মে থেকে দেশের ২২ পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ওই দিন থেকে প্রতিদিন ৩ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দেয়া হয়। তিনি জানান, বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে খুলনা অঞ্চলে যে কর্মসূচী চলছে তা অব্যাহত থাকবে। ১৩ মে থেকে সারাদেশে একযোগে কর্মসূচী শুরু হবে।
×