ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান বিষয়ে রায় ১৫ মে

প্রকাশিত: ০৯:৫৮, ৯ মে ২০১৯

 রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান বিষয়ে রায় ১৫ মে

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় রাজধানীর তিতুমীর সরকারী কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের মত্যুর ঘটনায় তার পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে ১৫ মে রায়ের দিন ধার্য করেছে হাইকোর্ট। উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
×