ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিএসসিতে বিশ্ব কবির জন্মবার্ষিকীতে আলোচনাসভা

প্রকাশিত: ০৯:৫৭, ৯ মে ২০১৯

 টিএসসিতে বিশ্ব কবির জন্মবার্ষিকীতে আলোচনাসভা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাঙালী জাতিসত্তার বিকাশ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনন্য অবদান রেখে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। ‘মানবিক বিশ্ব বিনির্মাণে রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার টিএসসি মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বেগম আকতার কামাল। এছাড়া বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী ও সঙ্গীত বিভাগের চেয়ারপার্সন টুম্পা সমদ্দার আলোচনায় অংশ নেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, তার সৃষ্টিশীল কাজ, চিন্তাভাবনা ও দর্শন বর্তমান বিশ্বেও প্রাসঙ্গিক। এ সময় তিনি রবীন্দ্রনাথের আদর্শ ও দর্শন অনুসরণ করে উদার, অসাম্প্রদায়িক, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যনিষ্ঠ হতে শেখায়। মূল্যবোধ সম্পন্ন মানুষ কখনও তথ্যের বিকৃতি ঘটান না এবং অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। আলোচনা পর্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
×