ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৯:৫৬, ৯ মে ২০১৯

 সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানির অভিযোগ

সংসদ রিপোর্টার ॥ সাব রেজিস্ট্রি অফিসগুলোতে জমি রেজিস্ট্রেশন করতে এসে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা-বিক্রেতা উভয়কেই। সরকারী ফির বাইরে বিভিন্ন অজুহাত দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও দীর্ঘদিনের। এছাড়া বিভিন্ন কাগজপত্রাদির নাম করেও মানুষকে হয়রানি করা হয়। অহেতুক এসব জনভোগান্তি সৃষ্টির অভিযোগ এসেছে সংসদীয় কমিটিতেও। জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। কারা এই জনভোগান্তি সৃষ্টি করছে তাদের শনাক্ত করে মন্ত্রণালয়কে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিটিতে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
×