ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্র সমাজের দু’গ্রুপে সংঘর্ষ

প্রকাশিত: ০৯:৫৬, ৯ মে ২০১৯

 ছাত্র সমাজের দু’গ্রুপে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আজকের ছাত্র আগামীর ভবিষ্যত। তরুণ ও ছাত্ররাই পারে এরশাদের আদর্শ ও জাপার শাসনামলের উন্নয়ন কর্মকা- নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে। বুধবার দল প্রধানের বনানী কার্যালয়ে জাপার নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে এলে ছাত্রনেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। মূল অনুষ্ঠান শুরুর পূর্বে সভাস্থলেই ছাত্রসমাজের দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত কর্মীরা ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক মোড়ল জিয়াকে লাঞ্চিত করেন। সভায় উপস্থিত সাবেক ছাত্রনেতারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রসমাজের উভয় পক্ষের সঙ্গে বৈঠক করেন। ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয় বনানী জাপা অফিসে।
×