ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মান-অভিমানের অবসান হবে অচিরেই ॥ রিজভী

প্রকাশিত: ০৯:৫৬, ৯ মে ২০১৯

 মান-অভিমানের অবসান হবে অচিরেই ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিজেপির ২০ দলীয় জোট ছেড়ে যাওয়াকে মান-অভিমান বলে অভিহিত করে অচিরেই এর অবসান হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, দেশে নিত্যপণ্যের বাজারদরের মতো সরকারের ভেতর চলছে অস্থিরতা। সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোট থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বিজেপির চলে যাওয়া এবং এ জোটের আরেক শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের জোট ত্যাগের আলটিমেটামের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন, ২০ দলীয় জোটের মাধ্যমে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছি। তাই একটু মান-অভিমান হতেই পারে, এটা ঠিক হয়ে যাবে। তবে এর পেছনে সরকারের খেলাধুলা থাকতে পারে। রুহুল কবির রিজভী বলেন, চলমান রাজনীতির দুঃসময় চলছে, এই দুঃসময়ে জোটের অন্তর্ভুক্ত অনেকের মধ্যে মান-অভিমান থাকতে পারে। সেটার নিরসন হয়ে যাবে। বিশেষ করে বড় দল বিএনপি এবং জোটে আরও যারা আছেন সবার পদক্ষেপে এগুলো থাকবে না। অচিরেই এই মান-অভিমান সেরে যাবে। রিজভী বলেন, সরকার কোন কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই সরকারের ভেতর অস্থিরতা চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০ দলীয় জোট ভাঙ্গতে সরকারের খেলাধুলা থাকতে পারে। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে অভিযোগ করে তিনি বলেন, নিত্যপণ্য কিনতে গিয়ে ক্রেতারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। রিজভী বলেন, সরকার জিম্মি অসাধু সিন্ডিকেটের কাছে। কিন্তু সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। দেশে গণতন্ত্র ধরাছোঁয়ার বাইরে, জনগণের ভোটের অধিকার হরণ শেষে এখন ভাতের অধিকার এবং ন্যায়বিচারের অধিকার কেড়ে নিতে তৎপর সরকার। রুহুল কবির রিজভী বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোন নজরদারি নেই। তাদের নজর লুটপাটে।
×