ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এডিশনাল আইজি রৌশন আরার মরদেহ আজ আসছে

প্রকাশিত: ০৯:৫২, ৯ মে ২০১৯

 এডিশনাল আইজি রৌশন আরার মরদেহ আজ আসছে

স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার ভোরে কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক রৌশন আরা বেগমের মরদেহ দেশে আসছে। তিন দফা জানাজা শেষে বৃহস্পতিবারই আজিমপুর করবস্থানে মরহুমার লাশ দাফন করা হবে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া এ্যান্ড পিআর) মোঃ সোহেল রানা এ তথ্য জানান। তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের এই শীর্ষ নারী কর্মকর্তা পুলিশ স্টাফ কলেজের রেক্টর ছিলেন। ভোর পাঁচটার দিকে তার্কিশ এয়ারওয়েজের একটি বিমানযোগে দেশে পৌঁছবে। সকাল দশটায় রাজধানীর মগবাজার নয়াটোলা জামে মসজিদে প্রথম, দুপুর ১২টায় মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে দ্বিতীয় ও বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, মরহুমার দীর্ঘদিনের সহকর্মীবৃন্দ, উর্ধতন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব অংশগ্রহণ করবেন। রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। প্রসঙ্গত, গত ৫ মে শান্তিরক্ষী মিশনের মেডেল প্যারেডে অংশ নিতে গিয়েছিলেন রৌশন আরা বেগম। কঙ্গোর কিনশাসা নামকস্থানে স্থানীয় সময় গত ৫ মে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একটি লরির সঙ্গে ধাক্কা লেগে রৌশন আরা বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাকে বহনকারী গাড়ির চালকসহ বাকি দুজন আহত হন। আহতদের মধ্যে পুলিশের এসপি (কমান্ডার) ফারজানাও রয়েছেন। পুলিশ স্টাফ কলেজের রেক্টরের দায়িত্বে ছিলেন রৌশন আরা। গত ৩ মে রৌশন আরা বেগম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কঙ্গোতে পৌঁছেন ৪ মে। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেছিলেন রৌশন আরা বেগম। মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি ঢাকায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর রাজশাহীর সারদা পুলিশ একাডেমি, নারায়ণগঞ্জ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৪ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে কক্সবাজারে দায়িত্ব পালন করেন। এর পর একই পদে টাঙ্গাইল, কুমিল্লা ও চট্টগ্রামে কর্মরত ছিলেন। রৌশন আরা ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে মুন্সীগঞ্জে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৬ নবেম্বর তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। রৌশন আরা বেগম দ্বিতীয় নারী, যিনি এ পদে আসীন হয়েছেন। এর আগে প্রথম নারী হিসেবে এ পদে ছিলেন ফাতেমা বেগম। এই পুলিশ কর্মকর্তা দেশের বাইরে যুক্তরাজ্যের পুলিশ স্টাফ কলেজ, ব্রামশিল থেকে স্ট্রাটেজিক প্ল্যানিং কোর্স এবং লিডারশিপ কোর্স ফর ফিমেল লিডার’স ইন ইন্টারন্যাশনাল একাডেমি কোর্সে অংশগ্রহণ করেন।
×