ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রওনা দেবে চন্দ্রযান-২

প্রকাশিত: ০৯:৫১, ৯ মে ২০১৯

  রওনা দেবে চন্দ্রযান-২

আগামী জুলাইয়ে রওনা দেবে ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযানের মহাকাশযান চন্দ্রযান-২। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান-২ আগামী সেপ্টেম্বরে চাঁদে অবতরণ করবে। এক বিবৃতিতে ইসরো জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ৯-১৬ জুলাইয়ের মধ্যে চাঁদের উদ্দেশে রওনা দেয়ার দিন স্থির হয়েছে চন্দ্রযান-২’র এবং আগামী ৭ সেপ্টেম্বর ভারতের এই মহাকাশযান চাঁদে অবতরণ করবে। একসঙ্গে মুখোমুখি ইন্টিগ্রেটেড মডিউলের ভেতর রাখা থাকবে অর্বিটার এবং ল্যান্ডার মডিউল। যেটা জিএসএলভি এমকে-৩ রকেটের মধ্যে থাকবে। পৃথিবীর কক্ষপথে এই রকেট পৌঁছনোর পর অর্বিটার প্রপালশন মডিউলের সাহায্যে চাঁদের কক্ষপথে পৌঁছবে ইন্টিগ্রেটেড মডিউল। তারপর অর্বিটার থেকে আলাদা হয়ে গিয়ে বিক্রম নামক ল্যান্ডার মৃদু ঝাঁকুনি দিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। তারপর চাঁদের পৃষ্ঠে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাতে থাকবে রোভার প্রয়াণ। ল্যান্ডার এবং অর্বিটারেও বৈজ্ঞানিক পরীক্ষার প্রচুর সরঞ্জাম রাখা থাকবে। ইসরোর চেয়ারম্যান শিবান জানিয়েছেন, বিক্রম চাঁদে অবতরণ করতেই প্রয়াণ বেরিয়ে এসে চাঁদের পৃষ্ঠে প্রায় ৩০০-৪০০ মিটার ঘুরে গবেষণা চালাবে। যানটিতে ১৩টি পেলোড আছে বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান। -নাসা
×