ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় তৈরি টুপি বিদেশেও যাচ্ছে

রমজানের শুরুতেই টুপি আতর সুরমা বিক্রির হিড়িক

প্রকাশিত: ০৯:৪৫, ৯ মে ২০১৯

রমজানের শুরুতেই টুপি আতর সুরমা বিক্রির হিড়িক

সমুদ্র হক ॥ রমজান মাসের শুরুতেই টুপি,আতর,সুরমা, মেসওয়াক ও ধর্মীয় পুস্তিকা (সুরা ও নামাজ শিক্ষার ছোট বই) বিক্রি বেড়ে গেছে। দোকানিরা বলছেন, এ মাসে রোজাদার ও মুসল্লিদের সংখ্যা বেড়ে যায়। প্রায় প্রতিটি বড় মসজিদের সামনে দোকানিরা টেবিলে পসরা সাজিয়ে বসেন। বগুড়ার স্টেশন রোডের ধারে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে পসরা সাজিয়ে বসা তরুণ বিক্রেতা রবিউল আলম বললেন, জোহরের নামাজের পর থেকে বেচা কেনা বেড়ে যায়। বিকেলের পর মেসওয়াক বিক্রি বাড়ে। ঈদের আগে পর্যন্ত এই অবস্থা থাকে। বছর কয়েক আগে এইসব দোকানে ভাল টুপি ও আতর মিলত না। এখন মেলে। মার্কেটের বড় দোকানিদের কেউ এজেন্ট বিক্রির মতো টেবিল চেয়ার বসিয়ে দেয় বড় মসজিদের সামনে। এস্টাব্লিসমেন্ট কস্ট কম হওয়ায় এইসব দোকানে কিছুটা কম দামে পণ্য মেলে। চেনামুখের অনেক ক্রেতাকে দেখা যায় রমজান ও ঈদ এলেই টুপি আতর কেনার তোড়জোড় শুরু করেন। কেউ নানা ধরনের বাহারি টুপি ও সুগন্ধি আতর ব্যবহার করেন। উল্লেখ্য বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার কয়েকটি গ্রামের নারী পুরুষ গত এক যুগ ধরে টুপি বানিয়ে সুনাম অর্জন করেছে। বিশেষ করে কুরুশ কাঁটায় বানানো টুপি বেশি সুনাম কুড়িয়েছে। এই টুপি বিদেশেও যাচ্ছে। বর্তমানে অনেক ধরনের টুপি মিলছে। দেশের টুপি ছাড়াও বিদেশী টুপি এসেছে। চীন, থাইল্যান্ড, মালয়েশিয়ার তৈরি টুপিগুলোর সঙ্গে পাল্লা দিয়ে চলছে বগুড়ার টুপি। বগুড়ার কুর্শি কাঁটার টুপির মধ্যে কদম ফুল, স্টার, বোতাম, শাপলা, মনিকা, ছাব্বিশ ফুল, মসজিদ, পঞ্চাশ ফুল মাকড় বেকি, পাঁচপাই, টিক্কা টুপির চাহিদা বেশি। দেশী টুপি ২৫ টাকা থেকে দুইশ’ টাকার মধ্যে। দামী টুপি আছে। যেমন হাজী টুপি, কাশ্মীরি টুপি, শাহী টুপি, পাল্লা টুপি- এগুলোর দাম নিচে তিন শ’ টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। শেরপুরের সুঘাট বেলগাছি কল্যাণী চকধলা দশশিখাপাড়া বথুয়াবাড়ি মাঠপাড়া পাঁচখুপি চককল্যাণী বেলগাছি চকধলি, ধুনটের চালাপাড়া মাটিকোড়া উল্লাপাড়া তারাকান্দি খোকশাহাটি ফকিরপাড়াসহ অন্তত ৫০ গ্রামে টুপি তৈরি হচ্ছে। বগুড়ার টুপি কিনে নিয়ে যায় ঢাকার মহাজনরা। রমজানের আগেই তারা টুপির অর্ডার দেয়। কুর্শি কাঁটায় টুপির কারিগর নিলুফার, শ্যামলী বললেন এক ববিন সুতায় ১০ থেকে ১২টি টুপি তৈরি করা যায়। বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ধারে টুপি ও আতরের পাইকারি দোকানগুলোতে এখন বেজায় ভিড়। দরদাম নেই। যার যা পছন্দ এক দামে কিনছেন। দোকানিরা বলছেন রমজান ও ঈদের আগের সময়টাতে টুপি আতর বিক্রিতে পারত পক্ষে কোন দরদাম হয় না। এদিকে আতর বিক্রি বেড়েছে। ভারত, ইরান, দুবাই সৌদি আরব ইউরোপ থেকে আতর আসছে। মিশকিআম্বর, গুলবাহার, দরবার, রেডরোজ, বেলী, এ্যারেবিয়ান জুঁই, বকুল, চামেলী, মর্নিংকুইন, গোলাপবাহার, জেসমিন, শাহী দরবার ও জান্নাতুল ফেরদৌসসহ নানা ধরনের আতর। প্রতি তোলা আতর ৮শ’ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। ছোট্ট শিশিতে ভরে নিলে দাম ৫০ টাকা থেকে ৫শ’ টাকা। সুরমা বিক্রি খুব একটা হয় না। পাথর সুরমা এবং গুড়ো সুরমা দুই মেলে। ঈদের আগের দিন পর্যন্ত হিড়িক থাকে।
×