ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোদিকে ভারত ছাড়া করার হুমকি দিলেন মমতা

প্রকাশিত: ০৯:৪৩, ৯ মে ২০১৯

 মোদিকে ভারত ছাড়া করার হুমকি দিলেন  মমতা

জনকণ্ঠ ডেস্ক ॥ নরেন্দ্র মোদির সরকারকে ক্ষমতা থেকে হটাতে ব্রিটিশ আমলের ‘ভারত ছাড় আন্দোলন’র মতো আন্দোলন করছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে বুধবার জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের এক নির্বাচনী প্রচার সভায় দেয়া বক্তব্যে মমতা ব্যানার্জি বলেন, মহাত্মা গান্ধীর ‘ভারত ছাড় আন্দোলন’র মতো করে তিনিও মোদির ক্ষমতার অবসান ঘটাতে চান। খবর আনন্দবাজার, ওয়ান ইন্ডিয়া ও এনডিটিভির। ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। আর দুই দফায় ভোট হওয়ার পর আগামী ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের প্রথম থেকেই মোদি-মমতার বাগযুদ্ধ শুরু হয়েছে। বুধবার নতুন করে মোদির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা এক জনসভায় বলেন, ‘কাউকে না কাউকে বিড়ালে গলায় ঘণ্টা বাঁধতেই হবে। ১৯৪২ সালে ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড় আন্দোলন শুরু হয়েছে আর আমরা এখন ফ্যাসিস্ট মোদিকে ক্ষমতা থেকে হটানোর জন্য লড়াই করছি।’ বুধাবার মেদিনিপুরের দেবড়াতে এক নির্বাচনী জনসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘বর্তমানে দেশের পরিস্থিতি জরুরী অবস্থার মতো। তার (মোদি) ভয়ে কেউই জনসম্মুখে কথা বলার সাহস পাচ্ছেন না। এই ত্রাসের পরিস্থিতি বন্ধ করতে হবে আমাদের।’ এদিকে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মমতার উদ্দেশে বলেছেন, ‘মমতাজি আপনি সব সীমা পার করে যাচ্ছেন। আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী আর নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী। কাল আপনাকে ওনার সঙ্গে কথা বলতে হতে পারে।’ মমতাকে হুঁশিয়ারি দিতে গিয়ে উর্দু ভাষার কবি বশির বদরের লেখা দুটি লাইনের কথা উল্লেখ করেন সুষমা। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘যত ইচ্ছা শত্রুতা করুন। কিন্তু একটাই কথা, যদি কখনও বন্ধুত্ব করার প্রয়োজন পড়ে তখন যেন লজ্জায় পড়তে না হয়।’ ত্রিপুরা পশ্চিম কেন্দ্রের ১৬৮ বুথের ভোট বাতিল, পুনর্নির্বাচন ১২ মে ॥ বুধবার সাংবাদিক সম্মেলন করে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গত ১১ এপ্রিল যে ভোট নেয়া হয়েছিল, তার মধ্যে ২৬টি বিধানসভা এলাকার মোট ১৬৮টি বুথের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। দেদার ছাপ্পা, বুথ দখল, রিগিং-সন্ত্রাস থেকে ওয়েব কাস্টিং ক্যামেরা নিয়ে অভিযোগের পাহাড় জমেছিল ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণে। সেই সব অভিযোগ খতিয়ে দেখে প্রায় নজিরবিহীনভাবে ১৬৮ বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিলো নির্বাচন কমিশন। আগামী ১২ মে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন হবে বলে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক। ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৩০টি বিধানসভা এলাকায় ভোটগ্রহণ হয়েছিল প্রথম দফায়, গত ১১ এপ্রিল। কিন্তু ভোটগ্রহণের সময় শাসক দলের বিরুদ্ধে রিগিং ছাপ্পা, বুথ দখল থেকে নানা অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছিল রাজ্যের দুই বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস। কমিশনের বিরুদ্ধেও শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছিল বিরোধীরা। সেই সব অভিযোগ খতিয়ে দেখেই লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার সঙ্গে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মোদি অহঙ্কারী, দেশ তাকে ক্ষমা করবে না- প্রিয়াঙ্কা ॥ ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস আর বিজেপির মধ্যে চলছে কথার লড়াই। গত সোমবার হরিয়ানা প্রদেশে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। মোদির উদ্দেশে তিনি বলেন, ‘অহঙ্কারীকে দেশ কখনও ক্ষমা করে না।’ প্রিয়াঙ্কা গান্ধীর এমন মন্তব্যের ঘণ্টাখানেক পর বিজেপি সভাপতি অমিত শাহ পাল্টা মন্তব্য করে বলেছেন, ‘আগামী ২৩ মে ফলাফল ঘোষণা হওয়ার পরই বোঝা যাবে, কে দুর্যোধন আর কে অর্জুন।’ প্রিয়াঙ্কা গান্ধীর বাবা রাজীব গান্ধীকে ‘এক নম্বর ভ্রষ্টাচারী’ বলে আক্রমণ করেছিলেন বিজেপি দলীয় প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি। মোদির এমন ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা করেছে ভারতের প্রায় সব বিরোধী দল। রাজীব গান্ধীর ছেলে এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অবশ্য তার বাবাকে নিয়ে মোদির করা এমন মন্তব্যের তৎক্ষণাত জবাব দিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধীও তার বাবার নামে মোদির অসম্মানজনক মন্তব্যের জবাব দিতে গিয়ে মহাভারতের প্রসঙ্গ টেনে মোদিকে দুর্যোধন বলে কটাক্ষ করেন।
×