ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চেন্নাইকে হারিয়ে ফাইনালে মুম্বাই

প্রকাশিত: ১২:৫৭, ৮ মে ২০১৯

চেন্নাইকে হারিয়ে ফাইনালে মুম্বাই

জনকণ্ঠ ডেস্ক ॥ চলতি মৌসুমে আইপিএলে লীগ পর্বে মুম্বাইকে হারাতে পারেনি চেন্নাই। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারেও সেই ছবিটা বদলালো না। চিপকে ২০১৯ সালের আইপিএল-এর প্রথম কোয়ালিফায়ারেও মাত করেছে মুম্বাই। ১৩১ রানের মধ্যে চেন্নাইকে আটকে রাখে মুম্বাই বোলাররা। রান তাড়া করতে নেমে শুরুতেই মুম্বাই শিবিরে আঘাত হানেন চেন্নাই বোলাররা। প্রাথমিক ধাক্কা সামলে সূর্যকুমারের ব্যাটে ভর করে ধোনির চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে চলে গেল মুম্বাই। খবর জি নিউজের। ঘরের মাঠে টস জিতে অবশ্য প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শুরুটা একেবারেই ভাল হয়নি চেন্নাইয়ের। ফাফ দু প্লেসি ৬, সুরেশ রায়না ৫, শেন ওয়াটসন ১০ রান করে দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। মুরলী বিজয় এবং আম্বাতি রায়ডু জুটি ধরে খেলতে থাকেন। কিন্তু ২৬ রানে আউট হন বিজয়। এরপর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে থাকেন রায়ডু। ৩৭ বলে অপরাজিত ৪২ করেন রায়ডু। আর সিএসকে অধিনায়ক ধোনি ২৯ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে চেন্নাই। মুম্বাইয়ের হয়ে এদিন দুরন্ত বোলিং করেন রাহুল চাহার। ৪ ওভারে ১৪ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন রাহুল। ১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে তুলে নেন দীপক চাহার। কুইন্টন ডি’কককে তুলে নেন হরভজন সিং। ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই। এরপর সূর্যকুমার যাদব এবং ইশান কিষান জুটি পরিস্থিতি সামাল দেন। এরপর ইমরান তাহিরের জোড়া ধাক্কা। পর পর ইশান কিষান এবং ক্রুনাল পান্ডিয়াকে তুলে নেন তাহির। সূর্যকুমার যাদব শেষ পর্যন্ত উইকেটে থেকে ম্ম্বুাইকে জয় এনে দেন। ৫৪ বলে ৭১ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। ১৩ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বাই।
×