ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিম জং উনের সেনাবাহিনীর রকেট উৎক্ষেপণ

প্রকাশিত: ১২:৪৪, ৮ মে ২০১৯

কিম জং উনের  সেনাবাহিনীর  রকেট উৎক্ষেপণ

উত্তরকোরিয়া তাদের উৎক্ষেণপ যন্ত্র থেকে যে অস্ত্রগুলো ছুড়েছে, ছবি দেখে সেগুলোকে স্বল্প পাল্লার, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলছেন কোরিয়ার কিয়াংনাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফার ইস্টার্ন স্টাডিজের সেনা বিশেষজ্ঞ কিম ডং-ইয়ব। এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন হলেও, যুক্তরাষ্ট্র হুমকি হিসেবে দেখে এমন দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না করায় ওয়াশিংটন স্বস্তি পেয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। জাপান সাগরে পিয়ংইয়ং বেশ কয়েকটি ‘স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে’- দক্ষিণ কোরিয়ার এমন দাবির একদিন পর কেসিএনএ এ রকেট উৎক্ষেপণ যন্ত্রের পরীক্ষা চালানোর কথা জানাল বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। শনিবার এক সামরিক মহড়ায় ওই উৎক্ষেপণ যন্ত্রগুলো থেকে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন কৌশলগত অস্ত্র ছোড়া হয়, বলেছে তারা। সূত্র : ইন্টারনেট
×