ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতি রঞ্জন গগৈর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১২:১৮, ৮ মে ২০১৯

প্রধান বিচারপতি রঞ্জন গগৈর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

যৌন হয়রানির প্রতিবাদে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর পদত্যাগ দাবিতে সুপ্রীমকোর্টের বাইরে বিক্ষোভ করেছে নারীরা। ব্যাপক পুলিশ মোতায়েনের পরও মঙ্গলবার নারীরা সুপ্রীমকোর্টের বাইরে বিক্ষোভ করেন। এ সময় তারা প্রধান বিচারপতি রঞ্জন গগৈর পদত্যাগ দাবি করেন। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে সুপ্রীমকোর্টের অভ্যন্তরীণ একটি কমিটি প্রধান বিচারপতিকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি দেয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে দেশটিতে। বিক্ষোভকারীদের অনেকেই বলেন, বিচার বিভাগের ভাবমূর্তি সঙ্কটে পড়েছে। মানবাধিকারকর্মী এ্যানি রাজা বলেন, নারীরা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে। সুপ্রীমকোর্ট সকল নৈতিকতা লঙ্ঘন করেছে। আমরা স্বচ্ছ ও সঠিক তদন্ত চাই। আমরা চাই বিচার ব্যবস্থা সুরক্ষিত হোক। যদি সুপ্রীমকোর্ট নিজেই যদি রীতিনীতি লঙ্ঘন করে, তবে বিচারব্যবস্থায় কোন মূল্যবোধ থাকবে না। পুলিশ মানবাধিকারকর্মী এই এ্যানি রাজাকেও সরিয়ে দেয়।-দ্য হিন্দু
×