ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নিধন নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই কাল হয়েছিল...

প্রকাশিত: ১২:১৭, ৮ মে ২০১৯

রোহিঙ্গা নিধন নিয়ে বস্তুনিষ্ঠ  সাংবাদিকতাই কাল হয়েছিল...

রোহিঙ্গা নিধন নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য জেলে যেতে হয়েছিল মিয়ানমারের সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সো ও’কে। তবে টানা ৫শ ১২ দিন জেল খাটলেও এই দুই অকুতোভয় সাংবাদিকের মনোবল টলেনি। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেন কারাগার থেকে হাসি মুখে বেরিয়ে আসেন বয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সো ও। সাংবাদিকদের কাছে দেয়া প্রাথমিক মন্তব্যে ওয়া লোন বলেন, প্রকৃত সাংবাদিকতা থেকে আমাকে দূরে রাখা যাবে না। আমি নিউজ রুমে প্রবেশের জন্য মুখিয়ে আছি। ২০১৭ সালের সেপ্টেম্বরে রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যার চিত্র ফাঁস করার কথিত অপরাধে এই দুই সাংবাদিকের সাজা হয়। তবে মিয়ানমার সরকারের দাবি, দুই সাংবাদিকের কাছে নিরাপত্তাবিষয়ক স্পর্শকাতর দলিল ছিল। গণহত্যা নিয়ে প্রতিবেদন তৈরি করে সাংবাদিকতার অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার পুলিৎজার পান ওয়া লোন ও কিয়াও সো ও। মিয়ানমারের সেনাবাহিনী দাবি করে, রোহিঙ্গা জঙ্গীদের উৎখাত করতে রাখাইনজুড়ে তারা অভিযান চালিয়েছে। এই দুই সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, এতে গণমাধ্যমের স্বাধীনতায় চরম আঘাত হিসেবে গণ্য করে আন্তর্জাতিক সম্প্রদায়। ২০১৭ সালের সেপ্টেম্বরে উত্তর রাখাইনের ইন দিন গ্রামে মিয়ামারের সেনাবাহিনীর হাতে ১০ জন রোহিঙ্গা মুসলিম হত্যার বিষয়ে খবর সংগ্রহ করছিলেন। তবে ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগেই তারা গ্রেফতার হন। পরে আরও কয়েকজন সাংবাদিকদের সঙ্গে তৈরি করা চূড়ান্ত প্রতিবেদনটি ব্যাপক প্রশংসা অর্জন করে। ওই প্রতিবেদনে বিভিন্ন পক্ষের জবানি অন্তর্ভুক্ত করা হয়Ñ যার মধ্যে এমন বৌদ্ধ গ্রামবাসীদের বক্তব্যও ছিল যারা রোহিঙ্গা মুসলিমদের হত্যা করা ও তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার কথা স্বীকার করেছে।
×