ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল ॥ নিরাপত্তা হেফাজত নিয়ে নীতিমালা কেন নয়?

প্রকাশিত: ১২:১৪, ৮ মে ২০১৯

হাইকোর্টের রুল ॥  নিরাপত্তা হেফাজত নিয়ে নীতিমালা কেন নয়?

স্টাফ রিপোর্টার ॥ নিরাপত্তা হেফাজত নিয়ে বিচারিক নীতিমালা কেন প্রণয়ন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে লিরা বড়ুয়া নামের এক ভিকটিমকে আইনবহির্ভূতভাবে নিরাপত্তা হেফাজতে দেয়া ম্যাজিস্ট্রেটের (ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত) আদেশ কেন অবৈধ হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত। এদিকে পটুয়াখালীর এক নারীকে ধর্ষণের পর হত্যা মামলার ডেথ সার্টিফিকেটে অসঙ্গতি থাকায় কারণ ব্যাখ্যা করতে ওই জেলার সিভিল সার্জনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২২ মে তাকে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। নিরাপত্তা হেফাজত নিয়ে বিচারিক নীতিমালা কেন প্রণয়ন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মহিলা পরিষদসহ মোট ছয়জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। লিরা বড়ুয়ার বাবার দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। পটুয়াখালীর সিভিল সার্জনকে তলব ॥ পটুয়াখালীর এক নারীকে ধর্ষণের পর হত্যা মামলার ডেথ সার্টিফিকেটে অসঙ্গতি থাকায় কারণ ব্যাখ্যা করতে ওই জেলার সিভিল সার্জনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ মে তাকে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। সহকারী এ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
×