ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাল্টিসোর্সিংকে একীভূতকরণের অনুমোদন পেল কেএ্যান্ডকিউ

প্রকাশিত: ১২:০৭, ৮ মে ২০১৯

মাল্টিসোর্সিংকে একীভূতকরণের অনুমোদন পেল কেএ্যান্ডকিউ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেএ্যান্ডকিউ (বাংলাদেশ) লিমিটেড মাল্টিসোর্সিং লিমিটেডকে একীভূতকরণে হাইকোর্টের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। একীভূতকরণ স্কিমটি অনুমোদন করে ১১ মার্চ হাইকোর্টের পক্ষ থেকে রায় দেয়া হয়। যার সার্টিফায়েড কপি সোমবার কোম্পানির কাছে এসে পৌঁছেছে। আর এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনা অনুসারে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে কেএ্যান্ডকিউ। একীভূতকরণ স্কিম অনুসারে মাল্টিসোর্সিংয়ের ১০০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ারের বিপরীতে কেএ্যান্ডকিউর ১০ টাকা ফেসভ্যালুর ২ দশমিক শূন্য ৮টি শেয়ার ইস্যু করা হবে। কোম্পানি সূত্র বলছে, গতবছর মাল্টিসোর্সিংকে একীভূতকরণের জন্য উচ্চ আদালতের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছিল। তখন উচ্চ আদালতের পক্ষ থেকে একীভূতকরণ প্রস্তাবে ঋণদাতা ও শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। এরপর কোম্পানি ঋণদাতা ও শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে বিষয়টি আদালতে উপস্থাপন করে। পরে সব কিছু বিবেচনা করে উচ্চ আদালত এ বছরের ১১ মার্চ একীভূতকরণ স্কিম অনুমোদন করে রায় দেন। এখন আদালতের নির্দেশনা অনুসারে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে কোম্পানিটি। গতবছরের ১০ জুন মাল্টিমোড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মাল্টিসোর্সিংকে একীভূতকরণের সিদ্ধান্ত নেয় কেএ্যান্ডকিউর পর্ষদ। এরপর আদালতে আবেদন করা হলে ১২ আগস্ট একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেয় হাইকোর্ট বিভাগ। ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৮ ও ২২৯নং আইনের অধীনে একীভূতকরণের এ আবেদন করে কোম্পানি। এর আগে একীভূত করতে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন করে কেএ্যান্ডকিউ। মেসার্স মাহফেল হক এ্যান্ড কোম্পানি চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টসের পুনর্মূল্যায়নে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত এ কোম্পানির সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫৮ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার ৮৭৩ টাকা। এ সম্পদের বুকভ্যালু হচ্ছে ১৩ কোটি ৮১ লাখ ৩৪ হাজার ৭২৩ টাকা।
×