ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাড়িতে লেখা দেখে কিডনি দান

প্রকাশিত: ১১:১৪, ৮ মে ২০১৯

গাড়িতে লেখা দেখে কিডনি দান

গাড়িটি ওয়ালমার্টের স্টোরের বাইরে দাঁড় করানো ছিল। তাতে লেখা একটি আবেদন। সেটা দেখেই এক মা সিদ্ধান্ত নিয়ে ফেলেন তার একটা কিডনি দান করবেন। বাঁচাবেন আরেক মায়ের সন্তানকে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায়। ল্যাসোন্ডা পাঘ পশ্চিম অ্যাসলের ওয়ালমার্ট স্টোরের বাইরে তার গাড়িটি পার্ক করে রেখেছিলেন। ওই স্টোরে তিনি গত ১৪ বছর ধরে কাজ করেন। সেখানেই স্টার গার্ডি ওই গাড়িতে লেখা মেসেজটি দেখেন। গাড়িতে লেখা ছিল, ‘আমার নাম ড্যানিয়েল জোন্স জুনিয়র, আমার জীবন বাঁচাতে দয়া করে আমাকে একটি কিডনি দান করুন। আমি এবি পজিটিভ’। সঙ্গে একটি ফোন নম্বর। মেসেজটির ছবি তুলে ওয়ালমার্ট স্টোরের ভেতরে চলে যান স্টার গার্ডি। ড্যানিয়েল জোন্স (২৪) জিনগত সমস্যার জন্য কিডনির রোগ আলফা সিন্ড্রোমে ভুগছিলেন। সপ্তাহে তিন বার তার ডায়ালিসিস করাতে হতো। তার কিডনির প্রয়োজন ছিল। মাস ছ’য়েক আগে গাড়িতে লেখা ওই মেসেজটি দেখেন গার্ডি। -ওয়াশিংটন পোস্ট
×