ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইইবির প্রতিষ্ঠা বার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে পালন

প্রকাশিত: ১১:১৩, ৮ মে ২০১৯

আইইবির প্রতিষ্ঠা বার্ষিকী ও  ইঞ্জিনিয়ার্স ডে পালন

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবছরের ন্যায় এ বছরও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) তার ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে পালন করেছে। সারাদেশের প্রকৌশলীবৃন্দ দেশের বিভিন্ন স্থানে শপথগ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় এবং সংগঠনের পতাকা উত্তোলন, র‌্যালি পরিচালনা, বেলুন ও পায়রা উড়ানো সংক্ষিপ্ত সভাসহ নানা অনুষ্ঠানের অয়োজন করে সংগঠনটি। মঙ্গলবার রাজধানীর রমনায় আইইবি প্রঙ্গণে সকাল ৮টায় আইইবি সদর দফতর এবং ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৪৮ সালের ৭ মে ইনস্টিটিউশন প্রতিষ্ঠার পর থেকে আইইবি জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। আইইবি দেশের উন্নয়নে সরকারকে সব সময় সকল ধরনের সহযোগিতা করে থাকে। বর্তমানে আমাদের প্রকৌশলীরাই দেশের সব বড় বড় উন্নয়ন প্রকল্প দক্ষভাবে পরিচালনা করছেন। অথচ অনেক সময় দেখা যাচ্ছে আমলারা প্রকৌশলীদের জায়গা দখল করে আছে। প্রকৌশলী বিদ্যা না থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকল্প আমলারা পরিচালনা করছে। যার ফলে অনেক সময় সেই সব প্রকল্প থেকে ভাল ফলাফল পাওয়া যায় না। শুধু দেশের অর্থ নষ্ট হয়। তাই প্রকৌশলীদের কাজ প্রকৌশলীদের দিয়েই পরিচালনা করানোর দাবি জানান বক্তারা।
×