ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রথম ইফতার রাস্তায়

খুলনার পাটকল শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত

প্রকাশিত: ১১:১৩, ৮ মে ২০১৯

খুলনার পাটকল  শ্রমিকদের  কর্মবিরতি  অব্যাহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখে খুলনা-যশোর আঞ্চলের ৯ রাষ্টায়ত্ত পাটকলের শ্রমিকরা মঙ্গলবার বিকেল ৪টা থেকে ইফতারের পূর্ব পর্যন্ত রাজপথ- রেলপথ অবরোধ কর্মসূচী পালন করেন। প্রথম রোজার দিনে রাস্তাতেই তারা ইফতার করেন এবং মাগরিবের নামাজ পড়ে দিনের কর্মসূচী শেষ করেন। বুধবারও খুলনা অঞ্চলের পাটকলে উৎপাদন বন্ধ থাকবে এবং আজ (বুধবার) ঢাকায় সারাদেশের পাটকল শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে স্থানীয় শ্রমিক নেতারা জানান। শ্রমিকরা জানান, গত ২৫ এপ্রিলের মধ্যে বকেয়া মজুরি দেয়ার কথা ছিল। কিন্তু একটি মাত্র মজুরি দেয়া হয়েছে। আর বকেয়া এমনকি চলতি পাওনা মজুরিও দেয়া হয়নি। অসহায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রবিবার দুপুর আড়াইটার পর থেকে একে একে খুলনা অঞ্চলের সকল রাষ্টায়ত্ত পাটকলের উৎপাদন বন্ধ করে দেয়। সেই থেকে এ অঞ্চলের মিলগুলোর উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিক নেতারা জানান, সোমবার খুলনা অঞ্চলের ৯ পাটকলের সিবিএ-নন সিবিএ নেতাদের মধ্যে আলোচনা সভায় মিলের উৎপাদন বন্ধ রাখার পাশাপাশি মঙ্গলবার তিনিটি পয়েন্টে বিকেল ৪টা থেকে ইফতারের পূর্ব পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ, রাস্তায় ইফতার এবং রাজপথেই মাগরিবের নামাজ আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর জুট মিল, দিঘলিয়া উপজেলায় স্টার জুট মিলের শ্রমিকেরা মহানগরীর নতুন রাস্তা মোড়ে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচী পালন, সড়কে ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন। নেতারা জানান, একই কর্মসূচী পালন করেন আটরা শিল্প এলাকার আলীম ও ইস্টার্ন এবং যশোরের নওয়াপাড়ায় অবস্থিত যশোর জুট ইন্ডাস্ট্রি (জেজেআই) ও কার্পেটিং জুট মিলের শ্রমিকেরা মিলের সামনে মহাসড়কে।
×