ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্রহ্মপুত্রে নৌকাডুবে তিনজনের মৃত্যু ॥ নিখোঁজ ৬

প্রকাশিত: ০৯:০৮, ৮ মে ২০১৯

ব্রহ্মপুত্রে নৌকাডুবে  তিনজনের মৃত্যু ॥  নিখোঁজ ৬

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৭ মে ॥ গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে এক নৌকাডুবিতে মঙ্গলবার সকালে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলো- ধুতিচোরা গ্রামের ইনছার আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৫), দক্ষিণ গিদারি গ্রামের মৃত আইজল মুন্সীর স্ত্রী ফিরোজা বেওয়া (৪০) ও সাজু মিয়ার মেয়ে শান্তনা খাতুন (১০)। এছাড়া ৬ জন নিখোঁজ রয়েছে। তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে আত্মীয়Ñস্বজনদের কাছ থেকে নিখোঁজ দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলো- দক্ষিণ গিদারির মিনহাজ মিয়ার মেয়ে মেরেনা আকতার (১৩) ও ধুতিচোরা গ্রামের ফুলমিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৪০)। স্থানীয়রা জানায়, সদর উপজেলার গিদারি ইউনিয়নে নয়া গ্রাম থেকে সকালে ৫০ জন কৃষিশ্রমিক নারী ও পুরুষ ভুট্টার জমিতে কাজ করার জন্য নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিল। নদীর অপর পাড়ে ধুতিচোরা গ্রামে যাওয়ার পথে মাঝ নদীতে পৌঁছলে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এ সময় ৯ যাত্রী পানিতে ডুবে যায়। এরমধ্যে ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাকি যাত্রীরা সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়। গাইবান্ধা ফায়ার সার্ভিসের লিডার বখতিয়ার উদ্দিন জানান, ৩০ জনের মতো যাত্রী বহনে সক্ষম একটি নৌকা অতিরিক্ত যাত্রী নেয়ার ফলে নৌকায় পানি উঠে নৌকাটি ডুবে যায়। এ বিষয়ে নিখোঁজদের খুঁজে বের করার জন্য রংপুর থেকে ডুবুরি দল শীঘ্রই ঘটনাস্থলে এসে পৌঁছবে বলে তিনি উল্লেখ করেন।
×