ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে সংখ্যালঘু পরিবারকে দেশ ত্যাগের হুমকি

প্রকাশিত: ০৯:০৭, ৮ মে ২০১৯

বাউফলে সংখ্যালঘু  পরিবারকে দেশ  ত্যাগের হুমকি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ মে ॥ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করায় এক সংখ্যালঘু পরিবারকে দেশত্যাগের হুমকি দেয়া হয়েছে। ওই সংখ্যালঘু পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। অনিমা রানী নামের এক সংখ্যালঘু গৃহবধূ মঙ্গলবার বাউফল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এক লিখিত অভিযোগে বলেন, কেশবপুর ইউনিয়নের ইউপির সদস্য লিপি বেগমের স্বামী কবির হোসেনের কাছ থেকে তিনি ১০ হাজার টাকা লোন করেন। সুদে আসলে তিনি ২৫ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ওই মহিলা মেম্বারের স্বামী তার কাছে আরও টাকা দাবি করেন। তিনি দাবিকৃত টাকা পরিশোধে ব্যর্থ হন। মহিলা মেম্বারের স্বামী ভয়ভীতি দেখিয়ে ১৫ কড়া (৩০ শতাংশ) জমি লিখে নেয়। এতেও তিনি শান্ত হননি। দুইটি ভুয়া দলিল করে তাকে ভিটামাটি থেকে উচ্ছেদের অপতৎপরতা শুরু করেন। এ বিষয়ে তিনি চলতি বছর ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি লিখিত অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে ১৪ জানুয়ারি ব্যবস্থা নেয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। ওই মন্ত্রণালয় থেকে ৬ ফেব্রুয়ারি ব্যবস্থা নেয়ার জন্য পটুয়াখালী জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়। পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় থেকে ১৩ ফেব্রুয়ারি বাউফল উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয়া হলেও এখন পর্যন্তও তিনি কোন প্রতিকার পাননি।
×