ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড ॥ সাত জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:০৭, ৮ মে ২০১৯

কুষ্টিয়ায় হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড ॥ সাত জনের  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৭ মে ॥ পৃথক দুই হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড ও অপর ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী যুবক হত্যা মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান গৃহবধূ হত্যা মামলার এ রায় ঘোষণা করেন। গৃহবধূ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলো, মিরপুর উপজেলার বালিয়া শিশা গ্রামের আজাদ মণ্ডল ওরফে আজাদ (৩৫)। অপরদিকে যুবক হত্যার দায়ে যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামিরা হলো, মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামের জামাল প্রামাণিক, আতর আলী, জামান হোসেন, আসাদুল মোল্লা, মেহের আলী মালিথা, সাতগাছি গ্রামের রুবেল মালিথা ওরফে রিবেল ওরফে রেবেল এবং আসলাম মালিথা। আদালত সূত্রে জানায়, ২০১৬ সালের ১৮ মে, রাত সাড়ে ৩টার দিকে গৃহবধূ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের আলী হোসেনের কন্যা তুলি খাতুনকে (১৬) যৌতুকের দাবিতে স্বামী মিরপুর উপজেলার বালিয়া শিশা গ্রামের সাদেক আলী মণ্ডলের পুত্র আজাদ ম-ল ওরফে আজাদ পরিবারের লোকজনের সহযোগিতায় হত্যা শেষে গলায় রশি বেঁধে বাড়ির পাশে আমগাছে ঝুলিয়ে রাখে। অপরদিকে ২০১০ সালের ৭ জুন সকালে কুষ্টিয়া পিডব্লিউ-১ এর কর্মচারী আতর আলীর ছোট ভাই ডাবলুকে সন্ত্রাসীরা উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাত ও গলা কেটে হত্যা শেষে জিকে ক্যানেলের ব্রিক ফিল্ডের পার্শ্বে পুকুল পাড়ে ফেলে রেখে যায়।
×