ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ভেঙ্গে গেছে আরও এক ফসল রক্ষা বাঁধ

প্রকাশিত: ০৯:০৫, ৮ মে ২০১৯

নেত্রকোনায় ভেঙ্গে  গেছে আরও এক ফসল রক্ষা বাঁধ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৭ মে ॥ জেলার হাওড়াঞ্চলের আরও একটি ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। মঙ্গলবার ভোরে ভেঙ্গে যাওয়া ওই বাঁধটির নাম গোড়াডোবা বাঁধ। এটি ধর্মপাশা উপজেলার মধ্যনগর এলাকায় অবস্থিত। বাঁধটি ভেঙ্গে যাওয়ায় কলমাকান্দা উপজেলার গোড়াডোবা হাওড়ের বিস্তীর্ণ বোরো ফসল নিমজ্জিত হয়েছে। এলাকায় কাঁচা ও আধা পাকা ধান কাটার হিড়িক পড়ে গেছে। কৃষকদের ধারণা, মধ্যনগর এলাকার কিছু মৎস্যজীবী মাছ ধরার উদ্দেশে কৌশলে বাঁধটি ভেঙ্গে দিয়েছে। কলমাকান্দা উপজেলার কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ জানান, ওই হাওড়ে ৮শ’ ৪০ হেক্টর জমি রয়েছে। এরমধ্যে ৭শ’ ৫০ হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে। বাদ বাকি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। মঙ্গলবার বিকেল নাগাদ ২০ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে বলে জানান তিনি। স্থানীয় কৃষকরা জানান, গোড়াডোবা বাঁধ ভেঙ্গে যাওয়ায় মহিষাশুরা, মেদা এবং জাঙ্গিয়া বিলেও পানি ঢোকার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বাঁধ ভেঙ্গে যাওয়ায় হাওড়জুড়ে কাঁচা ও আধা পাকা ধান কাটার হিড়িক পড়ে গেছে। তবে শ্রমিক সঙ্কটের কারণে অনেকে ধান কাটতে পারছেন না। কিছু কিছু জমির ধান এখনও পুরো পাকেনি। কলমাকান্দার বড়খাপন ইউপি চেয়ারম্যান হাদিছুজ্জামান হাদিছ জানান, গোড়াডোবা বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন। চলতি বছরও পাউবো বাঁধটি মেরামত করেছিল।
×