ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শত কোটি টাকা প্রতারণার অভিযোগে দম্পতি আটক

প্রকাশিত: ০৯:০৫, ৮ মে ২০১৯

শত কোটি টাকা প্রতারণার অভিযোগে দম্পতি আটক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ মে ॥ টার্কি মুরগি পালন করলে তিন মাসের মধ্যে আকর্ষণীয় লাভ দেয়ার প্রলোভন দিয়ে তিন শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তার কাছে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও ডিবি পুলিশ স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লিমিটেড নামে একটি এমএলএম কোম্পানির চেয়ারম্যান ও তার স্ত্রীসহ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার তাদের সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করে ঠাকুরগাঁও আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান সালমান ওরফে সানি (৩২) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের আবদুল করিমের ছেলে। সানিকে আটকের খবর পেয়ে শতাধিক উদ্যোক্তা মঙ্গলবার ঠাকুরগাঁও ডিবি কার্যালয়ে অবস্থান নেয়। ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম মঙ্গলবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফকালে জানান, আটককৃত সানি স্বপ্ননীল সার্ভিসেস কোম্পানির চেয়ারম্যান সেজে ঠাকুরগাঁও দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে তিন মাসে টার্কি মুরগি পালনের পর আকর্ষণীয় লাভ দেয়ার প্রলোভন দিয়ে বিভিন্ন প্যাকেজ কিনতে উদ্বুদ্ধ করে। আগ্রহী খামারিদের টার্কি মুরগি দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয় স্বপ্ননীল। পরবর্তীতে মেয়াদ শেষে ওইসব উদ্যোক্তার নিকট হতে পালিত মুরগি হাতিয়ে নিয়ে কাউকে চেক দেয় আবার কাউকে সাদা কাগজে রসিদ দিয়ে কোম্পানির চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকসহ অন্যরা গা ঢাকা দেয়। প্রতারিত খামারিরা বার বার স্বপ্ননীল কার্যালয়ে ধরনা দিলেও তাদের আজকাল করে সময় ক্ষেপণ করে আসছিল কোম্পানির শীর্ষ কর্তারা।
×