ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বাসচাপায় দুই ছাত্র নিহত

প্রকাশিত: ০৯:০৫, ৮ মে ২০১৯

কক্সবাজারে বাসচাপায়  দুই ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের ঈদগাঁও এলাকায় হানিফ পরিবহনের বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকালে ঈদগাঁও কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে-ইমরান ও রাহুল। তারা ওই এলাকার বাসিন্দা। কক্সবাজার মডেল থানার ওসি বলেন, হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে দুই পথচারী। নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গ ও আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়ার পাশাপাশি সড়কে টায়ার পুড়িয়ে প্রতিবাদ করে। শ্রীপুরে দুই শ্রমিক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে পশু-পাখি খাদ্য উৎপাদনকারী এক কারখানায় বিশ্রাম নেয়ার সময় ট্রাকের চাপায় ওই কারখানার দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকের হেলপার রাসেলকে (২২) আটক করেছে। নিহতরা হলোÑ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার চকফলাদিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মজিবুর রহমান (৩২) ও টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কালমেঘা এলাকার আনোয়ার হোসেন (৩২)। জানা গেছে, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ভেতর ক’শ্রমিক সোমবার রাতে ট্রাকে মালামাল লোড-আনলোডের কাজ করছিল। কাজ শেষে দু’শ্রমিক মজিবুর ও আনোয়ার হোসেন একটি ট্রাকের পেছনে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিল। এ সময় হেলপার রাসেল একটি ট্রাককে পেছনে নেয়ার চেষ্টা করলে ওই দু’শ্রমিক চাপা পড়ে। সেখান থেকে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর ও আনোয়ারকে মৃত ঘোষণা করেন। নীলফামারীতে শিশু স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় মুরাদ নামে তিন বছরের শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ডোমার উপজেলার চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কে দিগন্ত পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার নিজ ভোগডাবুরী গ্রামের নাজমুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় শিশু মুরাদ তার মা ও দাদির সাথে রাস্তার পার হচ্ছিল। এ সময় অপর দিক থেকে দ্রুতগতিতে আসা ব্যাটারিচালিত অটোরিক্সা শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। এলাকাবাসী অটোটিকে আটক করলেও অটোচালক শফিক পালিয়ে যায়। বগুড়ায় হেলপার স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দুপচাঁচিয়া বাজারদীঘি এলাকায় মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহতের পরিচয় মেলেনি। তার বয়স প্রায় ৩০। পুলিশের ধারণা নিহত ব্যক্তি বাসের হেলপার হতে পারে।
×