ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হত্যা মামলার আসামির ২ পা কেটে ফেলল বাদী

প্রকাশিত: ০৯:০৩, ৮ মে ২০১৯

হত্যা মামলার আসামির ২ পা কেটে ফেলল বাদী

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৭ মে ॥ গফরগাঁওয়ে চাঞ্চল্যকর সবুজ হত্যার প্রধান আসামি আলী নেওয়াজের ওপর হামলা চালিয়ে দুই পা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার ভোরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা গ্রামের সবুজ হত্যা মামলার বাদী শহীদ মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানান, পাগলা থানার পুলিশ। জানা গেছে, প্রবাসী সবুজ হত্যা মামলার আসামি উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ঝাওয়াইল গ্রামের আদম ব্যবসায়ী আলী নেওয়াজ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গত ২/৩ দিন আগে গোপনে বাড়িতে আসে। মঙ্গলবার ভোর বেলায় সে বাড়ি থেকে বের হয়ে রিক্সা দিয়ে হোসেনপুর যাওয়ার পথে ভোরে চৌকা গ্রামের শহীদের বাড়ির সামনে আসলে শহীদ ও তার ছেলে পারভেজ, রাসেলের নেতৃত্বে একদল লোক আলী নেওয়াজের ওপর হামলা চালিয়ে কুপিয়ে দুই পা কেটে ফেলে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান বলেন, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, তিন বছর পূর্বে বিদেশ পাঠানোর জন্য শহীদ মিয়ার দুই ছেলে পারভেজ, রাসেল ও শ্যালক শহীদুলকে বিদেশ পাঠানোর জন্য আদম বেপারী আলী নেওয়াজকে সাড়ে দশ লাখ টাকা দেয়। তাদের বিদেশে না পাঠানো শহীদ মিয়া আরী নেওয়াকের কাছে টাকা ফেরত চাওয়ায় ২০১৭ সালের ১৯ সেপ্টম্বর আলী নেওয়াজ ও তার ভাড়াটিয়া লোকজন গফরগাঁও থানার তেঁতুলিয়া গ্রামের মড়ল বাড়ি এলাকায় শহীদ মিয়ার পরিবারের লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, হামলাকারীরা শহীদ মিয়ার ছেলে সবুজ মিয়াকে রামদা দিয়ে কুপিয়ে ব্রহ্মপুত্র নদীতে ফেলে দেয়।
×