ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিলেটে ১২ টনের বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

প্রকাশিত: ০৯:০২, ৮ মে ২০১৯

সিলেটে ১২ টনের  বেশি মেয়াদোত্তীর্ণ  খেজুর জব্দ

স্টাফ রিপোটার সিলেট অফিস ॥ সিলেটে সাড়ে ১২ টনের বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরন অধিদপ্তর। রোজার প্রথম দিনে মঙ্গলবার বেলা তিনটার দিকে সিলেট নগরীর দনি সুরমার মুক্তিযোদ্ধা চত্বরের পাশের ফল বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও ভোক্তা অধিকার সংরন অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে দনি সুরমার ফল বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান তিনটি হলো- বিসমিল্লাহ টে-ার্স, হাজী হানিফ এন্টার প্রাইজ ও আনিসা ফ্রুট এজেন্সি।
×