ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গীতিনৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র নিদের্শনায় রবীন্দ্রসংগীত শিল্পী অনিমা রায়

প্রকাশিত: ০২:০৯, ৭ মে ২০১৯

গীতিনৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র নিদের্শনায় রবীন্দ্রসংগীত শিল্পী অনিমা রায়

অনলাইন ডেস্ক ॥ কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গীতিনৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র নিদের্শনা দিয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায়। অনিমা রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে গত কয়েকবছর ধরেই সংগীত উৎসব পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ছিল এই ‘চিত্রঙ্গদা’। এ প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘‘আমরা প্রায় ৪ মাস টানা রিহার্সেল করে ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যটি মঞ্চে এনেছি। বলা যায় এ এক কঠোর অধ্যাবসায় ছিল আমাদের। আমার ছাত্র-ছাত্রীদের নিয়ে এই মঞ্চনাটকটির প্রদর্শন এবারের জয়ন্তীতে দর্শকদের জন্য বিশেষ একটি উপহার।’’ আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টায় এটি প্রচার করবে দীপ্ত টেলিভিশন। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হয় ‘চিত্রাঙ্গদা’। সেটিই প্রচার হবে চ্যানেলটিতে। নৃত্যনাট্যটি ছাড়াও একাধিক চ্যানেলে নিজের কার্যক্রম নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন এই রবীন্দ্রসংগীতশিল্পী।
×