ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুবীর নন্দীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

প্রকাশিত: ০১:৪০, ৭ মে ২০১৯

সুবীর নন্দীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আজ মঙ্গলবার এক শোক বার্তায় সংস্কৃতিমন্ত্রী বলেন, চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ গুণী শিল্পী তার গান ও কর্মের মাধ্যমে সংগীতপ্রেমী মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী (৬৫) আজ বাংলাদেশ সময় ভোর রাত সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পরপর তিনবার হার্ট অ্যাটাক হয়েছিল এই বরেণ্য শিল্পীর।
×