ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিকিৎসা সেবায় নৌবাহিনী

প্রকাশিত: ১৩:১২, ৭ মে ২০১৯

 চিকিৎসা সেবায় নৌবাহিনী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার সকাল পর্যন্ত জেলার নদী বেষ্টিত হিজলা উপজেলায় নৌবাহিনীর জাহাজ তিস্তা এবং মেহেন্দিগঞ্জে মেঘনা ত্রাণসামগ্রী বিতরণ করেন। চাল, ডাল, তেল, ওষুধসহ ১১ প্রকার সামগ্রী দুর্গতদের মাঝে বিতরণ করা হয়। হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় গত দু’দিনে সহস্রাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ তিস্তার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম মোদাসসেরুল হক জানান, ত্রাণসামগ্রীর মধ্যে তিনদিনের শুকনো খাবারও রয়েছে।
×