ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মির্জাপুর গণহত্যা ও দানবীর রণদার অপহরণ দিবস আজ

প্রকাশিত: ১৩:১২, ৭ মে ২০১৯

 মির্জাপুর গণহত্যা ও  দানবীর রণদার  অপহরণ দিবস  আজ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৬ মে ॥ মঙ্গলবার মির্জাপুর গণহত্যা ও দানবীর রণদা প্রসাদ সাহা অপহরণ দিবস। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় এইদিনটিতে পাকিস্তানী হানাদার বাহিনী মির্জাপুরে গণহত্যা চালিয়ে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহা ও তার পুত্র ভবানী প্রসাদ সাহা রবিসহ ৬৯ জন নিরীহ বাঙালীকে হত্যা করে। দিনটি উপলক্ষে কুমুদিনী কর্তৃপক্ষ এবং মির্জাপুর গ্রামবাসী শহীদদের স্মরণে নানা কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে স্মরণসভা প্রার্থনা গীতাপাঠ কীর্তন এবং প্রসাদ বিতরণ। এদিকে শহীদদের স্মরণে মির্জাপুর গ্রামবাসীর উদ্যোগে রবিবার থেকে রণদা নাট মন্দিরে তিন দিনব্যাপী নামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠান শুরু হয়েছে। ২৫ মার্চের কালরাতের পর ৩ এপ্রিল রাজধানীর বাইরে মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীর মধ্যে প্রথম প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয় মির্জাপুর উপজেলার গোড়ান সাটিয়াচড়ায়। সেই যুদ্ধের পর পাকিস্তানী হানাদার বাহিনী টার্গেট করে মির্জাপুরকে। একাত্তরের ৭ মে স্থানীয় কুখ্যাত রাজাকার ওদুদ মওলনা ও তার পুত্র মাহাবুবুর রহমানের পরিকল্পনা এবং সহযোগিতায় শতাধিক পাকসেনা দুটি কনভয় যোগে কুমুদিনী হাসপাতাল গেটের সামনে নামে।
×