ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বাঁধ ভেঙ্গে পানি ঢুকছে জমিতে

প্রকাশিত: ১৩:১১, ৭ মে ২০১৯

 নেত্রকোনায় বাঁধ ভেঙ্গে পানি ঢুকছে জমিতে

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৬ মে ॥ বৃষ্টি আর পাহাড়ী ঢলের তোরে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের গুমাই নদীসংলগ্ন সিংগুয়াইর বিলের ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। ভাঙ্গা অংশ দিয়ে ফসলি জমিতে পানি ঢুকছে। এ কারণে ওই ব্লকের অন্তত ২শ’ হেক্টর জমির বোরো ফসল হুমকির মুখে পড়েছে। এলাকায় কাঁচা ও আধাপাকা ধান কাটার হিড়িক পড়ে গেছে। স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে গুমাই নদীসংলগ্ন সিংগুয়াইর বিলের ফসল রক্ষা বাঁধের পুটিয়াজান (পুটাকিয়া) এলাকায় ভাঙন দেখা দেয়। ওই অংশের অন্তত ১৫ থেকে ২০ ফুট বাঁধ ভেঙ্গে যায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন শ্রমিক নিয়োগ করে বাঁধটি মেরামতের কাজ শুরু করেছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বাঁধটি রক্ষার কাজ চলছিল। বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাইমিনুল রশিদ জানান, ওই ব্লকে মোট ৬শ’ ৮০ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে বিআর-২৮ জাতের প্রায় ২শ’ হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে। এছাড়া কিছু জমি অপেক্ষাকৃত উঁচু এলাকায় থাকায় সেগুলোর ফসল ডোবার আশঙ্ক নেই। নিচু এলাকার বাকি প্রায় ২ শতাধিক হেক্টর জমির উঠতি ফসল হুমকির মুখে পড়তে পারেÑ এমন আশঙ্কা করা হচ্ছে। এদিকে বাঁধ ভাঙ্গার পর থেকে স্থানীয় কৃষকরা কাঁচা ও আধাপাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা শুরু করেছেন। কিন্তু এলাকায় পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ কারণে চাইলেও অনেকে ফসল কাটাতে পারছেন না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান জানান, বাঁধটির নিচ দিয়ে বিএডিসির একটি পাইপ ঢোকানো হয়েছিল। পাইপ ঢোকানোর কারণে ওই জায়গাটিতেই লিকেজ হয়ে ভাঙন দেখা দেয়।
×