ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে পুকুরে পড়ে যমজ ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১৩:১১, ৭ মে ২০১৯

 দিনাজপুরে পুকুরে পড়ে যমজ ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পল্লীতে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ২ বছর বয়সী যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো বীরগঞ্জ উপজেলার ভাবকী গ্রামের সিদ্দিকুর রহমানের দুই বছর বয়সী দুই ছেলে হাসান ও হুসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই ভাই বাড়িতে খেলা করছিল। এ সময়ে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। রাঙ্গামাটি নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, কাপ্তাই উপজেলার প্রশান্তি পার্ক এলাকায় কাপ্তাই নদীতে ডুবে আরাফাত হোসেন মিশু (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। জানা গেছে রবিবার সন্ধ্যায় মিশু ও আশির শাহ আর্কি নামে ২ পর্যটক কায়াকিংয়ে (বিশেষ নৌকা) ছড়ে ভ্রমণ শেষে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে মিশু নদীতে তলিয়ে যায়। নৌবাহিনীর ডুবুরিরা ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাতে মিশুর লাশ উদ্ধার করে। মিশুর বাড়ি চাঁদপুরের কচুয়ায়। সোমবার তার লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলায় সোমবার দুপুরে পাঁচ বছর বয়সী মেয়ে-শিশু মিষ্টি হালদার পানিতে ডুবে মারা গেছে। দুর্গাপুর গ্রামের সমীর হালদারের মেয়ে মিষ্টি। বাড়ির বয়স্করা যখন সংসারের কাজে ব্যস্ত ছিলেন সেই ফাঁকে মিষ্টি সাবান নিয়ে একা পুকুরে চলে যায়। বাড়িতে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে তাকে পুকুরের পানির মধ্যে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মিষ্টি ব্রহ্মগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। চুয়াডাঙ্গায় নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামে একটি গভীর গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে। মোমিনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছানোয়ার হোসেন বলেন, কবিখালী গ্রামে পানবরজ তৈরির জন্য মাটি কেটে গভীর গর্তের সৃষ্টি করে এক পান চাষী। গর্তটি বৃষ্টির পানিতে পরিপূর্ণ ছিল। ঘটনার সময় কবিখালী গ্রামের মহসিনের মেয়ে মোহনা (৯) ও পার্শ্ববর্তী শংকরচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদী গ্রামের আমিরুলের ছেলে রিমন (৭) আম কুড়াতে যায়। গর্তের পাশে থাকা আম গাছ থেকে পড়া আম কুড়ানোর ফাঁকে তারা গর্তে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে ২ জনের লাশ গর্ত থেকে উদ্ধার করে।
×