ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে

প্রকাশিত: ১৩:০৬, ৭ মে ২০১৯

 লক্ষ্মীপুরে ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৬ মে ॥ ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। সর্বস্ব হারিয়ে এরা দিশেহারা হয়ে পড়েছে। অধিকাংশ পরিবারেরই নতুনভাবে ঘর তোলার সামর্থ্য নেই। কোন পরিবার টিনের ঘরের চাল খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে পুকুরে, গাছের ডালে, উঁচুস্থানে এখনও টিনের চালের অংশ বিশেষ আটকে আছে। ফণীর তান্ডবে ঘর দরজার পাশাপাশি সম্পূর্ণ আসবাবপত্র লন্ডভন্ড হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কাপড়- চোপড় সবকিছুই একাকার হয়ে গেছে। অনেকের ঘরের ভিটে ছাড়া আর কিছুই নেই। লেখাপড়া না করতে পেরে অনেক ছাত্রছাত্রী সংবাদকর্মীর সামনে কেঁদে সেদিনের বিভীষিকার কথা বর্ণনা করেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোই সবচেয়ে দুর্ভোগের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে এ সব দৃশ্য দেখা গেছে। চরনেয়ামতের পুরো গ্রামটাই সম্পূর্ণ ল-ভ- হয়ে যায়। এভাবে চরআলগী, চরগাজীসহ আশপাশের গ্রামগুলোও বেশ ক্ষতিগ্রস্ত হয়। শনিবার ফণীর তান্ডবে রামগতি উপজেলার চরনেয়ামতে আনোয়ারা বেগম নামে একজন বৃদ্ধা নিহত হয়। টিনে কাটা এবং ঘর চাপা পড়ে নারী-পুরুষসহ আহত হয় ২০ থেকে ২৫ জন। ফণীর আঘাতে জেলার রামগতিতে চার শতাধিক ঘরবাড়ি, দোকান পাট, বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত হয়। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে ওই সব পরিবার হয়তো ঘুরে দাঁড়াতে পারবে বলে এলাকার মানুষ মনে করেন। স্থানীয় উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
×