ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে হাসপাতালে প্রতিবন্ধী শিশুটি কার?

প্রকাশিত: ১৩:০৫, ৭ মে ২০১৯

 বাগেরহাটে হাসপাতালে প্রতিবন্ধী শিশুটি কার?

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে অজ্ঞাত (১৩) প্রতিবন্ধী একটি শিশু। ১০ দিন পার হয়ে গেলেও বাবা-মা বা কোন আত্মীয়-স্বজন তার খোঁজ নিতে আসেনি। কথা বলতে না পারা কঙ্কালসার শিশুটি ২৫ এপ্রিল রাত থেকে সদর হাসপাতালের কার্ডিয়াক বিভাগের ৬ নম্বর বেডে রয়েছে। জানা যায়, ২৫ এপ্রিল রাতে সুন্দরঘোনা গ্রামের এমএম আহসান আলী নামের এক ব্যক্তি শিশুটিকে হাসপাতালে ভর্তি করে দেয়। তারপর থেকে এখানে ভর্তি আছে। চিকিৎসকরাও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা দিচ্ছেন। কথা বলতে না পারায় এবং কোন অভিভাবক না থাকায় ওর সম্পর্কে তেমন কিছু জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার হাসপাতালে গিয়ে দেখা যায়- কঙ্কালসার শিশুটির শরীরে স্যালাইন চলছে। পাশের শয্যার রোগীর স্বজনরা ওকে গোসল করিয়েছে এবং কিছু কিছু নরম খাবার খাওয়ানোর চেষ্টা করেছেন। এমএম আহসান আলী বলেন, ২৫ এপ্রিল রাতে খানজাহান আলীর (রহ) মাজারের ভেতরের পূর্বপাশের ছোট একটি রাস্তার পাশে চকির ওপর শিশুটিকে দেখতে পাই। অনেক লোক শিশুটিকে ঘিরে ছিল। ঘটনাস্থলে অনেক লোক থাকলেও প্রতিবন্ধী শিশুটির দায়িত্ব কেউ নিতে চায়নি। পরে আমি উপস্থিত সবার সম্মতিতে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসি, এখানে চিকিৎসার জন্য ভর্তি করে দেই। তারপর থেকে নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।
×