ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোর বোর্ডে শীর্ষে খুলনা, তলানিতে নড়াইল

প্রকাশিত: ১৩:০৩, ৭ মে ২০১৯

 যশোর বোর্ডে শীর্ষে খুলনা, তলানিতে নড়াইল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলে ৯০ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৪৮ জন। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৬ দশমিক ৬৪ শতাংশ। সোমবার প্রেসক্লাব যশোরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এই ফলাফল ঘোষণা করেন। যশোর বোর্ডের অধীনে থাকা খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে পাসের হারে সবার ওপরে রয়েছে খুলনা জেলা। এই জেলার ৩শ’ ৮৬ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৭ হাজার ২১১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৫ হাজার ৬শ’ ৭১। পাসের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ। আর তালিকার তলানিতে রয়েছে নড়াইল । নড়াইলের ১শ’ ১৯ স্কুলের ৯ হাজার ২শ’ ৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৮শ’৭ জন। পাসের হার ৮৪ দশমিক ১৫ শতাংশ। এছাড়া সাতক্ষীরায় ৯৩ দশমিক ৫৪ শতাংশ, বাগেরহাটে ৯২ দশমিক ৯৪ শতাংশ, যশোরে ৯০ দশমিক ৫৫ শতাংশ, মেহেরপুরে ৯০ দশমিক ২৭ শতাংশ, চুয়াডাঙ্গায় ৪৯ দশমিক ৬৮ শতাংশ, ঝিনাইদহে ৮৯ দশমিক ৬১ শতাংশ, কুষ্টিয়ায় ৮৭ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তিন বিভাগেই মেয়েরা এগিয়ে যশোর শিক্ষা বোর্ডে এসএসসির ফলে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক তিন বিভাগেই ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। সোমবার দুপুরে প্রকাশিত ফলে যশোর বোর্ডের এই চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ রুদ্র জানান, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৮২ হাজার ৩১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৮৮ জন। পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৪৮ জন। সূত্রমতে, প্রতিবছরের মতো এবারও যশোর বোর্ডে অন্য বিভাগের তুলনায় তাক লাগানো ফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগ থেকে ২৩ হাজার ৭৪৬ ছাত্র ও ১৮ হাজার ৮৭০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ৫১ ভাগ এবং মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ২০ ভাগ।
×