ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দারিদ্র্য দমাতে পারেনি ইসারুলকে

প্রকাশিত: ১৩:০২, ৭ মে ২০১৯

 দারিদ্র্য দমাতে পারেনি ইসারুলকে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শত দুঃখ-কষ্ট ও বাধা-বিপত্তিও ইসারুলকে দমাতে পারেনি। প্রবল ইচ্ছা শক্তি ও দৃঢ় মনোবলের কারণে ক্ষেতে কৃষি কাজ করেও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ইসারুল। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে জেলার গোদাগাড়ী উপজেলার বিশ্বনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে সব প্রতিকূলতাকে হার মানিয়েছে সে। ইসারুল উপজেলার অবিলন্দা ভূতপুকুর গ্রামের হতদরিদ্র আনারুল ইসলাম ও আদুরী বেগমের ছেলে। বাবা-মায়ের ৩ ছেলে ও এক মেয়ের মধ্যে ইসারুল বড়। ইসারুল জানায়, তার সাফল্যের পেছনে মায়ের অবদানটাই বেশি। তিনি সব সময় আমাকে লেখাপড়ার জন্য উৎসাহ দিতেন এবং খোঁজখবর নিতেন। আর বাবা দিনমজুর হওয়ায় ভাল করে লেখাপড়ার জন্য সব সময় বলতেন। তবে বাবা দরিদ্র হওয়াই সারা দিনই বাইরে থাকতেন। ইসারুলের বাবা আনারুল ইসলাম অন্যের কৃষি জমিতে দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। নিজেদের জায়গা জমি না থাকার ফলে খুব কষ্ট করে সংসার চালান।
×