ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিনাজপুর বোর্ডে পাসের হারে মেয়েরা ॥ জিপিএ ৫-এ ছেলেরা এগিয়ে

প্রকাশিত: ১৩:০২, ৭ মে ২০১৯

দিনাজপুর বোর্ডে পাসের হারে মেয়েরা ॥  জিপিএ ৫-এ ছেলেরা এগিয়ে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৩ শিক্ষার্থী। গত বছরের তুলনায় এই বোর্ডে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারে পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছেলেরা। জানা যায়, চলতি বছরে দিনাজপুর শিক্ষাবোর্ডে ২ হাজার ৬শ’ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৯৮ হাজার ৮শ’ ৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ১শ’ ৩৫ জন শিক্ষার্থী পাস করেছে। মোট পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাসের হার ৮৫ দশমিক ৬৬ শতাংশ আর ছেলেদের পাসের হার ৮২ দশমিক ৬৩ শতাংশ। এবারে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৩ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪ হাজার ৮শ’ ৪১ ও ছাত্রীর সংখ্যা ৪ হাজার ১শ’ ৮২ জন। গত বছরে এই বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬২ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৭শ’ ৫৫ জন। দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান জানান, এবার কেবলমাত্র কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি।
×