ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক পায়ে লিখেই জিপিএ-৫ পেল সেই তামান্না

প্রকাশিত: ১৩:০১, ৭ মে ২০১৯

এক পায়ে লিখেই জিপিএ-৫ পেল সেই তামান্না

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কিছু মানুষের জীবনের গল্প অকল্পনীয়। সেই গল্প হাজারো মানুষের প্রেরণার উৎস। যারা অদম্য তারা সবকিছু পেরিয়ে সামনে এগিয়ে যায়। অদম্য ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোন বাধা নয়, সেটি প্রমাণ করেছে ঝিকরগাছা উপজেলার তামান্না নূরা। শারীরিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে সে জীবনযুদ্ধে এগিয়ে চলছে সমানে। জন্মগতভাবেই তার দুই হাত ও এক পা নেই। শরীরে শুধু একটিমাত্র পা-ই তার সম্বল। পায়ে লিখেই এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল তামান্না। এক পায়ে লিখে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বাংলা বাদে প্রত্যেকটি বিষয়ে এ প্লাস পেয়েছে সে। যশোরের ঝিকরগাছার বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার পরীক্ষায় অংশ নেয়। জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল তামান্না নূরা। ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির মেয়ে তামান্না নূরা। অদম্য এই মেয়েটি প্রথম শ্রেণী থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা পর্যন্ত মেধা তালিকায় শীর্ষে ছিল। পাশাপাশি এডাস বৃত্তি পরীক্ষায়ও বৃত্তি পেয়েছিল। ২০১৩ সালে প্রাথমিক সমাপনী (পিইসি) ও ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। তামান্নার বাবা রওশন আলী বলেন, মেয়েটি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অর্থের অভাবের পাশাপাশি সামাজিকভাবেও অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে কখনও ভেঙ্গে পড়িনি। তামান্নার মা মেয়ের একটি পায়ের ওপর ভর করেই সব ধরনের শিক্ষা দিয়েছে।
×