ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

প্রকাশিত: ১৩:০০, ৭ মে ২০১৯

চট্টগ্রামে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলে এবার পাসের হার বাড়লেও কমেছে গুণগত মান। পাসের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে এগিয়ে মেয়েরা। বোর্ডের অধীনে এবার উত্তীর্ণ হয়েছে ৭৮ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে ২ দশমিক ৬১ শতাংশ বেশি। অপরদিকে, জিপিএ-৫ অর্জন করেছে ৭ হাজার ৩৯৩ জন, যা গত বছরের চেয়ে ৭১০ জন কম। সোমবার দুপুরে শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাহবুব হাসান। ঘোষিত ফলে দেখা যায়, ২০১৯ সালে বোর্ডের অধীনে ৫ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৬০৬। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৫৫ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯৯৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ৮ হাজার ৯৪ জন। বরাবরের মতো এবারও নামী স্কুলগুলো ভাল ফল ধরে রেখেছে। শহরের স্কুলগুলোতে পাসের হার বেশি। তবে দুর্গম যোগাযোগ এবং অবকাঠামোগত নানা সমস্যার কারণে সব সময় পিছিয়ে থাকা ৩ পার্বত্য জেলার পাসের হার এবার বেড়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাহবুব হাসান বলেন, বিশেষ নজরদারির পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসজনিত কোন সমস্যা না হওয়ায় শিক্ষার্থীরা নির্বিঘেœ পরীক্ষা দিতে পেরেছে। সে জন্য ফলও ভাল হয়েছে। এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার শতভাগ এমন স্কুলের সংখ্যা ৩০। গত বছর এমন স্কুল ছিল ২৭টি। একজনও পাস করেনি এমন স্কুল এবার নেই। জিপিএ-৫ কমে যাওয়া প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার বাংলা, গণিত, বিজ্ঞান ও ফিন্যান্স বিষয়ে অনেকেই প্রত্যাশিত নম্বর পায়নি, যা প্রভাবিত করেছে ফলকে। ফল বিশ্লেষণে দেখা যায়, সামগ্রিক ফলে চট্টগ্রামে এবার ছেলেমেয়ে প্রায় সমানে সমান। ছাত্র পাসের হার ৭৮ দশমিক ৪৩। ছাত্রী পাসের হার ৭৭ দশমিক ৮৩। এক্ষেত্রে ছেলেরা মেয়েদের তুলনায় দশমিক ৬০ শতাংশ এগিয়ে আসে। শিক্ষা বোর্ড বরাবরই জিপিএ-৫ এর চেয়ে পাসের হারকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সেই বিচারে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফলকে সন্তোষজনক হিসেবে দেখা হচ্ছে। চট্টগ্রামে সেরা দশ প্রতিষ্ঠান ॥ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার ফল এবারও সেই নামি স্কুলগুলোর দখলে। এর অধিকাংশই চট্টগ্রাম মহানগরীতে। বোর্ড সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী জিপিএ-৫ অর্জনের ভিত্তিতে সেরা দশ প্রতিষ্ঠান হলো- কলেজিয়েট স্কুল (৪১১ জন), সরকারী মুসলিম হাইস্কুল (৩১২ জন), নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় (২৯৪ জন), ডাঃ খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় (২৭১ জন), বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়-বাওয়া (২৬৪ জন), নাসিরাবাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (২১৮ জন), বাংলাদেশ নৌবাহিনী স্কুল এ্যান্ড কলেজ (১৮৭ জন), চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (১৬৩ জন), চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় (১৪৬ জন) এবং কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় (১১২ জন)
×