ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লা বোর্ডে ৫ বছরের মধ্যে ভাল ফল

প্রকাশিত: ১২:৫৯, ৭ মে ২০১৯

কুমিল্লা বোর্ডে ৫ বছরের মধ্যে ভাল ফল

মীর শাহ আলম, কুমিল্লা ॥ কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি’র ফলাফলে এ বছর পাসের হার ৮৭.১৬ শতাংশ। এ বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী। শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ১৩২টি। গত বছরের তুলনায় এ বছর বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ এবং শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এ বছর এ বোর্ডের ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন। তবে গড় পাসে মেয়েদের তুলনায় ছেলেরা এবং জিপিএ-৫ অর্জনে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। গত বছর এ বোর্ডে ১ লাখ ৮২ হাজার ৭১১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিল ১ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন। গত বছর পাসের হার ছিল ৮০.৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৮৬৫ জন এবং শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৭৪টি। এদিকে কুমিল্লা শিক্ষাবোর্ডের গত ৫ বছরের এসএসসির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর সর্বোচ্চ ফলাফল অর্জিত হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের হলরুমে সম্মেলন করে এসব তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শহিদুল ইসলাম। বোর্ড সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে তিনটি বিভাগে গড় পাসের হারে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের গড় পাসের হার ৮৮.৪৮ ও মেয়েদের ৮৬.১৬ শতাংশ। তবে ৩টি বিভাগে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। জিপিএ-৫ অর্জনকারী ৮ হাজার ৭৬৪ জনের মধ্যে ৪ হাজার ৪৪৩ মেয়ে ও ৪ হাজার ৩২১ ছেলে। এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭.৫৬ শতাংশ। এ বিভাগে ৫৫ হাজার ৬৯৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৩৪০ জন। এদের মধ্যে ছেলে ২৭ হাজার ২৩১ জন ও মেয়ে ২৭ হাজার ১০৯ জন। এ বিভাগে ছেলেদের পাসের হার ৯৭.৬৫ ও মেয়েদের ৯৭.৪৭ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পাওয়া ছেলে ৪ হাজার ২৬৩ জন ও মেয়ে ৪ হাজার ২১৯ জন। মানবিক বিভাগে পাসের হার ৭৬.৬৫ শতাংশ। এ বিভাগে ৬০ হাজার ৫১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪৬ হাজার ৩৮৯ জন। এদের মধ্যে ছেলে ১০ হাজার ১৩৭ জন ও মেয়ে ৩৬ হাজার ২৫২ জন। এ বিভাগে ছেলেদের পাসের হার ৭৫.৪৪ শতাংশ এবং মেয়েদের ৭৭ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ছেলে ৮ জন ও মেয়ে ৫৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭.৯০ শতাংশ। এ বিভাগে ৭৭ হাজার ৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৭ হাজার ৭৫১ জন। এদের মধ্যে ছেলে ৩৬ হাজার ৫৬৯ জন এবং মেয়ে ৩১ হাজার ১৮২ জন। এক্ষেত্রে ছেলেদের পাসের হার ৮৬.৫৭ এবং মেয়েদের ৮৯.৫০ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পাওয়া ছেলে ৫০ জন ও মেয়ে ১৭০ জন। এছাড়া এ বছর এ বোর্ডের অধীন ৬টি জেলার ১ হাজার ৭১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে এবং কোন প্রতিষ্ঠানে পাসের হার শূন্য নেই। এদিকে কুমিল্লা শিক্ষাবোর্ডের গত ৫ বছরের এসএসসির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর সবচেয়ে ভাল ফলাফল (৮৭.১৬ শতাংশ) অর্জিত হয়েছে। এর আগে ২০১৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৮৪.২২ শতাংশ, ২০১৬ সালে ৮৪ শতাংশ, ২০১৭ সালে ৫৯.০৩ শতাংশ ও ২০১৮ সালে ৮০.৪০ শতাংশ। ফলাফলের বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের অংশগ্রহণে একাধিকবার বৈঠক করে তাঁদের দিক-নির্দেশনা প্রদানসহ মনিটরিং ব্যবস্থা বাড়ানো হয়। এছাড়াও নির্বাচনী পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ফরম ফিলাপ না করানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়ার পর অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। এসব কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর ভাল ফল অর্জন করা সম্ভব হয়েছে।
×