ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাসিয়াসকে জয় উৎসর্গ রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ১২:৫৮, ৭ মে ২০১৯

ক্যাসিয়াসকে জয় উৎসর্গ রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় টানা দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। মারিয়ানো ডিয়াসের জোড়া গোলে রবিবার রাতে ঘরের মাঠে অতিথি ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। এর আগে গত জানুয়ারিতে প্রথম লেগের ম্যাচে রিয়ালকে ২-২ গোলে রুখে দিয়েছিল ভিয়ারিয়াল। ম্যাচটি জিতে রিয়াল উৎসর্গ করেছে তাদের সাবেক তারকা ও অধিনায়ক ইকার ক্যাসিয়াসের জন্য। সম্প্রতি বিশ্বকাপ জয়ী স্প্যানিশ গোলরক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যে কারণে ম্যাচটি রিয়াল খেলতে নেমেছিল বিশেষ বার্তা লেখা এক জার্সি গায়ে। যাতে লেখা ছিল, ‘ইকার, তোমার সঙ্গে আমরা সবাই।’ সাবেক কিংবদন্তিকে শুভ কামনা জানানোর ম্যাচে দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল। ভিয়ারিয়াল মিডফিল্ডার সান্টি কাসোরলার ভুলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় রিয়াল। বিপজ্জনক জায়গায় তার পায়ে থাকা বল এক টোকায় সামনে বাড়ান ব্রাহিম ডিয়াস। ফাঁকায় বল পেয়ে ডি বক্সে ঢুকে একজনকে কাটিয়ে আরেক জনকে কোন সুযোগ না দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড মারিয়ানো ডিয়াস। ১১ মিনিটে ভিয়ারিয়ালের সমতাসূচক গোলটি আসে ঠিক একইভাবে। কাসেমিরোর পা থেকে বল কেড়ে সামনে বাড়ান আলভারো গনসালেস। আর বল ধরে ডি বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে জাল খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড জেরার্ড মোরেনো। তিন মিনিট পর আবারও এগিয়ে যেতে পারতো রিয়াল। তবে দানি কারভাহালের ২৫ গজ দূর থেকে নেয়া বুলেট গতির শট পোস্টে বাধা পায়। রক্ষণে চাপ ধরে রেখে ৪০তম মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় রিয়াল। ডি বক্সের বাইরে থেকে মার্সেলোর শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লাগার পর ডি বক্সে বল পেয়ে যান জেসুস ভায়েহো। এরপর অনায়াসে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই ডিফেন্ডার। বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ডানদিক থেকে কারভাহালের গোলমুখে বাড়ানো বল ফাঁকায় পেয়ে অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন মারিয়ানো। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল ম্যাচ জুড়ে দারুণ আক্রমণাত্মক খেলা রিয়াল। তবে ব্যবধান বাড়াতে পারেনি। উল্টো যোগ করা সময়ে একটি গোল হজম করে তারা। সতীর্থের ছোট পাস পেয়ে ডি বক্সে ঢুকেই বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার ইয়াওমে কোস্টা। বর্তমানে ৩৬ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৮। গত সপ্তাহে রায়ো ভায়োকানোর কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর খেলোয়াড়দের আচরণের বিষয়ে এবং দলের ব্যাপক পরিবর্তনের বিষয়ে প্রশ্নের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। এই ম্যাচেও তিনি স্কোয়াডে রাখেননি লুকা মডরিচ ও গ্যারেথ বেলকে। ম্যাচ শেষে এ প্রসঙ্গে জিদান বলেন, আমিই দলের কোচ। আমিই স্কোয়াড গঠন করি, এটাই ঠিক।’ ম্যাচে তিনি একাদশভুক্ত করেন জেসুস ভালেজো, ব্রাহিম ডিয়াস ও ফেড্রিকো ভালভার্দের মতো তরুণ তারকাদের। সেই সঙ্গে স্কোয়াডে ছিলেন মারিয়ানো। যিনি গত গ্রীষ্মে লিঁয় থেকে রিয়ালে যোগ দিয়েছেন। জিদান বলেন, রায়োর বিপক্ষে আমরা অপেক্ষাকৃত ভাল খেলেছি। আমাদের এমন খেলার প্রয়োজন ছিল, এটা খেলোয়াড়দের জন্যও জরুরী। আমরা ভাল খেলেছি। আমরা বাতাসে ফুল ছড়াই না। আমরা আমাদের কাজটি সঠিকভাবেই করেছি এবং জয় পেয়েছি। এই ফলাফলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধানে চলে এসেছে। হাতে রয়েছে আর মাত্র দু’টি লীগ ম্যাচ। এখন রিয়াল যদি রাজধানীর শীর্ষ দল হিসেবে মৌসুম শেষ করতে চায় তাহলে বাকি দুই ম্যাচে তাদের জয়লাভ করার পাশাপাশি নগর প্রতিপক্ষ এ্যাটলেটিকো মাদ্রিদকে হারতে হবে তাদের বাকি দুই ম্যাচে। যা অনেকটাই অসম্ভব। যে কারণে তিনে থেকেই রিয়ালকে শেষ করতে হচ্ছে লীগ।
×