ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতন বেড়েছে এমবাপের!

প্রকাশিত: ১২:৫৮, ৭ মে ২০১৯

 বেতন বেড়েছে এমবাপের!

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ সালে মাত্র ১৭ বছর বয়সে মোনাকোর মূলদলে ডাক পান কিলিয়ান এমবাপে। এর আগে মোনাকোর ‘বি’ দলের হয়ে খেলতেন তিনি। ২০১৭-১৮ মৌসুমে ধারে পিএসজিতে যোগ দেন ফ্রান্সের তরুণ প্রতিভাবান এই ফুটবলার। অবশ্য সেই সময়ই তাকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছিল ফরাসী জায়ান্টরা। পরের মৌসুমে ১৮০ মিলিয়ন ইউরোতে পিএসজির জার্সি গায়ে জড়ান এমবাপে। এরপর থেকেই তার আয় আকাশচুম্বী। পিএসজিতে তার বাৎসরিক বেতন বেড়ে ২০.৭ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। সেই সঙ্গে চলতি মৌসুমে ক্লাবের কাছে থেকে প্রিমিয়াম হিসেবে পাবেন আরও ১.৪ মিলিয়ন ইউরো। এমনটাই জানা যাচ্ছে তার প্রকাশ হতে যাওয়া আত্মজীবনী থেকে। ফ্রান্সের লে জার্নাল ডু ডিমাচের তথ্য মতে, ২০১৯-২০ মৌসুমে এমবাপের বেতন আরও বাড়তে পারে এবং সেটি বাড়তে বাড়তে মাসিক ১.৬ মিলিয়ন ইউরোতে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে কর প্রদানের পরও মৌসুম শেষে এমবাপের এ্যাকাউন্টে ৯.৩ মিলিয়ন ইউরো বেতন বাবদ জমা হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন স্পনসরশিপ থেকে আয় তো রয়েছেই। ফ্রান্স বিশ্বকাপ জয়ের পর থেকে ইউরোপিয়ান ফুটবলে এমবাপের নাম ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে এবং তাকে মেসি- রোনাল্ডো পরবর্তী যুগে বিশ্ব ফুটবলের প্রধান তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমবাপে বর্তমানে আনুমানিক ৭১ মিলিয়ন ইউরোর মালিক। ডলারের হিসেবে সেটা ৮০ মিলিয়ন পাউন্ড। তিনি যে রাতারাতি আরও সম্পদের মালিক হবেন সে বিষয়ে কোন সন্দেহ নেই। কারণ তাকে পিএসজির চেয়েও বেশি বেতন দিয়ে দলে ভেড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি ক্লাব। তবে তিনি অন্য ক্লাবে যোগ না দিলেও সম্পদ বৃদ্ধির হার কমবে না। কারণ পিএসজিকে যদি তাকে ধরে রাখতে হয় তবে তারজন্য আর অর্থ খরচ করতে হবে। এমবাপে তার সেরা দ্যুতি ছড়ান রাশিয়া বিশ্বকাপে। তার প্রতিভার বিচ্ছুরণ এরপরও চলতে থাকে। এখন পর্যন্ত দেশের হয়ে ৩০ ম্যাচে ১২ গোল করেছেন তিনি।
×