ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, এ্যানফিল্ডে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলা হচ্ছে না লিভারপুলের সালাহ-ফিরমিনোর

বার্সিলোনার বিরুদ্ধে বাঁচামরার লড়াই লিভারপুলের

প্রকাশিত: ১২:৫৫, ৭ মে ২০১৯

  বার্সিলোনার বিরুদ্ধে বাঁচামরার লড়াই লিভারপুলের

জাহিদুল আলম জয় ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে গত মৌসুমের ফাইনালে খেলেছে লিভারপুল। কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে হেরে ট্রফি ছুয়ে দেখা হয়নি ইংলিশ জায়ান্টদের। ধারাবাহিকতা ধরে রেখে চলতি মৌসুমেও সেমিফাইনালে উঠে এসেছে দ্য রেডসরা। কিন্তু শেষ চারের প্রথম লেগে বার্সিলোনার মাঠে ৩-০ গোলে হেরে ছিটকে পড়ার উপক্রম হয়েছে লিভারপুলের। এমন অবস্থায় আজ রাতে নিজেদের মাঠ এ্যানফিল্ডে সেমির দ্বিতীয় লেগে বার্সাকে আতিথ্য দিচ্ছে লিভারপুল। প্রথম লেগে তিন গোলে হারায় নিদারুণ চাপে আছে জার্গের ক্লপের দল। ফাইনালের টিকেট পেতে হলে অবিশ্বাস্য পারফর্মেন্সই প্রদর্শন করতে হবে তাদের। তবে দুরূহ এই মিশনে লিভারপুল পাচ্ছে না আক্রমণভাগের সেরা দুই তারকা মোহাম্মদ সালাহ ও রবার্টো ফিরমিনোকে। অন্যদিকে বার্সাও পাচ্ছে না ফরাসী তারকা উসমান ডেম্বেলেকে। ডান পায়ের ইনজুরিতে পড়েছেন ডেম্বেলে। স্প্যানিশ লা লিগায় আগের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে পাঁচ মিনিটের বেশি খেলতে পারেননি ফরাসী তারকা। এই নিয়ে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো ইনজুরিতে পড়লেন ডেম্বেলে। তিনি না থাকায় লিভারপুলের মাঠে মেসি-সুয়ারেজের সঙ্গে আক্রমণে ফিলিপ কুটিনহোর খেলা অনেকটা নিশ্চিত। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ৩-২ গোলে জেতা ম্যাচের ৬৯ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হয় সালাহর। মিসরের এই ফরোয়ার্ড মাটিতে শুয়ে মাথায় ব্যথা পাওয়ার ইঙ্গিত করেন। কিছুক্ষণ চিকিৎসা নেয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছেড়ে যান এবারের লীগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। আর পেশির চোটের কারণে ওই ম্যাচের দলেই ছিলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। ন্যুক্যাম্পে প্রথম লেগে ৩-০ গোলে হারায় লিভারপুলের জন্য এমনিতেই কাজটা কঠিন হয়ে পড়েছে। সেখানে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সালাহ-ফিরমিনোকে না পাওয়াটা দলের জন্য অনেক বড় ধাক্কা মানছেন কোচ জার্গেন ক্লপ। তিনি বলেন, বিশ্বের সেরা দুই স্ট্রাইকার এই ম্যাচে থাকবে না আর আমাদের চার গোল করতে হবে। এটা জীবনকে সহজ করে তুলছে না। তবে যতক্ষণ পর্যন্ত মাঠে ১১ জন থাকবে আমরা চেষ্টা করব। এটাই পরিকল্পনা। আমরা যদি তা করতে পারি চমৎকার। যদি না পারি, চলো সবচেয়ে সুন্দরভাবে ব্যর্থ হই। নিউক্যাসলের বিপক্ষে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়া সালাহ এখন ভাল অনুভব করছেন বলে জানিয়েছেন ক্লপ। তবে চিকিৎসকদের চোখে খেলার জন্য সে যথেষ্ট ফিট নয়। এ প্রসঙ্গে লিভারপুল বস বলেন, সালাহ খেলতে মরিয়া। কিন্তু আমরা তা করতে পারি না। তার খেলার অনুমতিই নেই। তবে আগামী রবিবার ইংলিশ প্রিমিয়ার লীগের শেষ অর্থাৎ শিরোপা নির্ধারণী রাউন্ডে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে সালাহকে পাওয়ার আশা করছেন কোচ। ১৯৯০ সালের পর প্রথমবারের মতো লীগ শিরোপা জয়ের সম্ভাবনা টিকে আছে লিভারপুলের। তবে এ জন্য তাদের প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হোঁচট খেতে হবে। সোমবার রাতে ম্যানসিটি তাদের ম্যাচ জিতে গেলে রবিবার অঘোষিত ফাইনাল খেলতে নামবে সিটি ও লিভারপুল। তখন এই দল দু’টির খেলার ফলাফলের ওপরই নির্ভর করবে ২০১৮-১৯ মৌসুমের ট্রফি যাবে কোন্ দলের শোকেসে।
×