ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু সিমোনা-কন্টার

প্রকাশিত: ১২:৫৫, ৭ মে ২০১৯

 জয় দিয়ে শুরু সিমোনা-কন্টার

স্পোর্টস রিপোর্টার ॥ মাদ্রিদ ওপেনে জয় দিয়েই মিশন শুরু করেছেন সিমোনা হ্যালেপ এবং জোহানা কন্টা। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে রবিবার গ্রেট ব্রিটেনের এক নম্বর খেলোয়াড় কন্টা ৬-৪ এবং ৬-১ গেমে পরাজিত করেন আমেরিকার এ্যালিসন রিস্ককে। দিনের আরেক ম্যাচে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা সিমোনা হ্যালেপ ৬-০ এবং ৬-৪ গেমে হারান রাশিয়ান বাছাই মার্গারিতা গ্যাসপারিয়ানকে। হ্যালেপ-কন্টা ছাড়াও এই টুর্নামেন্টে জয়ের দেখা পেয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা, জার্মানির এ্যাঞ্জেলিক কারবার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্স। তবে মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন ওয়াং কিয়াং, জুলিয়া জর্জেস এবং ক্যারোলিন ওজনিয়াকি। মাত্র একদিন আগেই মরক্কো ওপেনের ফাইনাল খেলেছিলেন জোহানা কন্টা। যেখানে তার প্রতিপক্ষ ছিল মারিয়া সাক্কারি। সেই ফাইনালে কন্টা ফেবারিট থাকলেও শেষ পর্যন্ত শিরোপার হাসি হাসেন সাক্কারিই। সেই হারের ধাক্কা সামলিয়ে রবিবারই কোর্টে নামেন মাদ্রিদে। প্রতিপক্ষকে এদিন পাত্তাই দেননি কন্টা। ১ ঘণ্টা ১৪ মিনিট লড়াই করে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন তিনি। তবে দ্বিতীয় রাউন্ডেই অগ্নিপরীক্ষা দিতে হবে ব্রিটিশ প্রতিনিধিকে। কেননা সেখানে যে তার প্রতিপক্ষ সিমোনা হ্যালেপ। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড়। মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে রোমানিয়ান তারকাও দাপুটে এক জয় তুলে নিয়েছেন। প্রতিপক্ষকে হারাতে এদিন হ্যালেপের সময় লাগে মাত্র ৭৪ মিনিট। জয়টা ৬-০ এবং ৬-৪ ব্যবধানে। প্রথম রাউন্ডের বাধা খুব সহজেই পেরিয়ে দারুণ খুশি হ্যালেপ। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘দুর্দান্ত একটা ম্যাচ খেলেছি। যদিওবা প্রথম সেটটা খুব দ্রুতই শেষ হয়েছে। কিন্তু দ্বিতীয় সেটটা খুব কঠিন ছিল। শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছি। তাতে আমি খুশি। তবে ম্যাচে সম্ভাব্য সব ধরনের চেষ্টাই আমি করেছি। যে কারণে এই জয়ে আমি খুব আনন্দিত।’ দিনের আরেক ম্যাচে জার্মানির এ্যাঞ্জেলিক কারবার পরাজিত করেছেন লেসিয়া সুরেঙ্কোকে। প্রথম রাউন্ডের ম্যাচে এদিন তিনি ৬-৩ এবং ৬-২ গেমে হারিয়েছেন তুলনামূলক খর্বশক্তির প্রতিপক্ষকে। লেসিয়া সুরেঙ্কোকে হারাতে এদিন কারবার সময় নেন মাত্র ১ ঘণ্টা ১২ মিনিট। সুরেঙ্কোর বিপক্ষে এর আগেও তিনবার মুখোমুখি হন কারবার। যার সবকটিতেই জয় পান জার্মান তারকা। এবারও সেই একই চিত্রনাট্য। খুব দাপটের সঙ্গেই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা সুরেঙ্কোকে হারান। এর ফলে সুরেঙ্কোর বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে গেলেন এ্যাঞ্জেলিক কারবার। পরের রাউন্ডে জার্মান তারকার প্রতিপক্ষ আজ পেত্রা মার্টিচ। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন নাওমি ওসাকা। মাদ্রিদে জয় দিয়েই মিশন শুরু করেছেন জাপানী তারকা। বর্তমান বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় অবস্থান করছেন ওসাকা। টানা দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বলে কথা। কিন্তু ওসাকার দুর্ভাগ্য! গ্র্যান্ডস্লাম ছাড়া অন্য টুর্নামেন্টগুলোতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। যে কারণে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখা নিয়েও সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে তাকে সরিয়ে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার সুযোগ রয়েছে সিমোনা হ্যালেপ এবং এ্যাঞ্জেলিক কারবারের। মাদ্রিদ ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ। গত বছরও এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলেছেন তিনি। তবে এবার শিরোপা জিতলেই এক নম্বরে উঠার সুযোগ তার। সেক্ষেত্রে নাওমি ওসাকাকে বিদায় নিতে হবে সেমিফাইনালের আগে। অন্যদিকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলে শীর্ষে উঠার সুযোগ রয়েছে এ্যাঞ্জেলিক কারবারের। তবে বর্তমান শীর্ষ তারকা নাওমি ওসাকাকে বিদায় নিতে হবে তৃতীয় রাউন্ডের আগেই। আর পেত্রা কেভিতোভাকে অবশ্যই ফাইনালে উঠতে হবে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান ধরে রাখতে হলে।
×